বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: 'আমি ফ্রি বার্ড, যা মনে হয় তাই করি...' রাজনীতি ভার্সেস অভিনয় কোনটা জরুরি মিমির কাছে?

Mimi Chakraborty: 'আমি ফ্রি বার্ড, যা মনে হয় তাই করি...' রাজনীতি ভার্সেস অভিনয় কোনটা জরুরি মিমির কাছে?

রাজনীতি ভার্সেস অভিনয় কোনটা জরুরি মিমির কাছে?

Mimi Chakraborty: পুজোয় মুক্তি পেতে চলেছে রক্তবীজ। এই ছবিতে উঠে আসবে খাগড়াগড় কাণ্ডের কথা। ছবিতে কাজ করা থেকে, ছবিতে মিশে থাকা রাজনীতি নিয়ে কী বললেন অভিনেত্রী?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রযোজিত এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি রক্তবীজ। এই ছবির সঙ্গে এবার পুজোয় একাধিক বড় বড় বাংলা ছবি মুক্তি পাচ্ছে। তার আগে বক্স অফিসের এই কড়া প্রতিযোগিতা নিয়ে মিমি চক্রবর্তীর কী মনে হচ্ছে?

রক্তবীজ ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। রক্তবীজ মুক্তির আগে সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন এবার এই ছবিকে নিয়ে তাঁর একটি মিশ্র অনুভূতি কাজ করছে। তাঁর কথায়, 'আমি খুব বেছে কাজ করি, আশা করি দর্শকদের এই ছবিটি বেশ ভালো লাগবে।'

পুজোর সময় খাগড়াগড় বিস্ফোরণের মতো একটা ঘটনা নিয়ে ছবি! আদ্যোপান্ত রাজনীতি মেশানো এই ছবি দর্শকদের আদৌ ভালো লাগবে? মিমির মতে, 'বাংলার মানুষের থেকে রাজনীতি আলাদা করা যাবে না। এখানে সবাই রাজনীতি ভালোবাসে। আড্ডা জমে রাজনীতির আলোচনায়, আর এখানে যে কেবল টানটান উত্তেজনা আছে তেমনটা নয়, পুজোর ভাইবস তো আছে।'

আরও পড়ুন: প্রথম সিরিজেই চমক! ফের উকিল হয়ে পর্দায় ধরা দেবেন মিমি? টোটা থাকছেন কোন চরিত্রে?

আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি ফেরাল ‘রক্তবীজ’-এর পোস্টার, পুজোয় রহস্য উদঘাটন করবেন আবির-মিমি

রক্তবীজের পরই মিমি চক্রবর্তী অভিনীত প্রথম সিরিজ মুক্তি পেতে চলেছে। এখানে ধনঞ্জয় ছবির পর আবারও উকিলের ভূমিকায় অভিনয় করবেন। দুটোর মধ্যে কতটা ফারাক? মিমির কথায়, 'অনেক অফার পেয়েছিলাম তার মধ্যে এটা বেছে নিয়েছি। আমি খুব শক্তিশালী চরিত্র ছাড়া কোনও চরিত্রে কাজ করব না বলেই স্থির করে নিয়েছি। ধনঞ্জয়ের থেকে এখানে আইনজীবীর চরিত্রটা অনেকটাই আলাদা।'

একদিকে পলিটিক্স একদিকে অভিনয়, দুটো সামলাতে কখনও অসুবিধা হয়নি? 'আমি মুক্ত পাখির মতো। যেটা মনে হয় সেটা স্পষ্ট করে বলতেই পছন্দ করি। নিজের একটা স্বাধীন মতামত আছে। কিন্তু রাজনীতিতে আসার পর অনেক কিছু বলা যায় না। হয়তো সেই অর্থে কোনও বাধা নেই কিন্তু এমপির চেয়ারের একটা ভার আছে তো। তাই সব দিকটা বিবেচনা করি। মানুষের পাশে থাকি। এখন অভিনয় এবং রাজনীতিকে এক বিন্দুতে নিয়ে এসেছি।'

বন্ধ করুন