বাংলা নিউজ > বায়োস্কোপ > আমার লোমষ পা কি তোমার পছন্দ, মীরাকে সোজা প্রশ্ন শাহিদের

আমার লোমষ পা কি তোমার পছন্দ, মীরাকে সোজা প্রশ্ন শাহিদের

শাহিদের উদ্ভট প্রশ্নে মীরা হেসে খুন!

Shahid Kapoor and Mira Rajput: সম্প্রতি মীরা রাজপুতের সঙ্গে মজা করতে দেখা যায় শাহিদ কাপুরকে। অভিনেতা সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন।

শাহিদ কাপুর মাঝে মধ্যেই তাঁর ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নেন। সম্প্রতি তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে তাঁকে দেখা যায় স্ত্রীর সঙ্গে খুনসুটি করতে। অভিনেতা তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করেন, তিনি কেন লোমশ পা পছন্দ করেন না। এর উত্তর তিনি মোটেই দিতে চাননি। উল্টে তাঁকে বেশ বিরক্তই দেখাচ্ছিল। কিন্তু একই সঙ্গে শাহিদের মজা দেখে তিনি হেসে ফেলেন।

ভিডিয়োতে শাহিদ বেশ আকর্ষণীয় লুকেই ধরা দিলেন। তিনি মীরাকে প্রশ্ন করেন, 'আমার কোন জিনিসটা তুমি সব থেকে পছন্দ করো মীরা?' উত্তরে তিনি জানান, 'নিজেকে।' শাহিদ এরপর তাঁর দিকে কপট রাগের ভঙ্গিমায় তাকালে তিনি উত্তর পরিবর্তন করেন, এবং বলেন, 'যখন তুমি অবশেষে জিন্স পরো তখন।' অভিনেতা তখন তাঁকে ঘুরিয়ে প্রশ্ন করেন, এবং বলেন, 'কেন তোমার আমার পা ভালো লাগে না?' এই প্রশ্ন শুনে মীরার হাসতেই থাকেন, কিছুতেই তাঁর হাসি থামতে চায় না। তিনি হাসতে থাকেন এবং কোনও উত্তর দেন না।

মীরা অভিনেতাকে বলেন, 'উফ তুমি এবার থামো শাহিদ।' এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে শাহিদ লেখেন, 'এটা পুরোটাই আমার পা নিয়ে। কী তাই তো মীরা?'

মীরার উত্তর যদিও এখনও মেলেনি তখন ভক্তদের উত্তর মিলেছে! তাঁদের এই ভিডিয়ো বেশ লেগেছে। দারুন মজা পেয়েছেন তাঁরা এই ভিডিয়ো দেখে। অভিনেত্রী রাশি খান্না এই ভিডিয়োতে কমেন্ট করে লেখেন, 'হাহা কী মিষ্টি!' এক ভক্ত লেখেন, 'সব সময় দুজনে এমনই থেকো।'

২০১৫ সালে মীরা এবং শাহিদের বিয়ে হয়। তাঁদের প্রথম সন্তান মিশা ২০১৬ সালে জন্মায়, এবং দ্বিতীয় সন্তান জেন ২০১৮ সালে। এই তারকা জুটিকে মাঝে মধ্যেই একে অন্যের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়।

শাহিদ কাপুরকে শেষ গৌতম তিন্নৌড়ির ছবি জার্সিতে দেখা গিয়েছে। তাঁর বিপরীতে ম্রূণাল ঠাকুর ছিলেন। বর্তমানে তাঁর হাতে একাধিক ছবির কাজ আছে। এর মধ্যে অন্যতম হল আলি জাফরের ‘ব্লাডি ড্যাডি’। এছাড়া তিনি ‘ফর্জি’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি ডেবিউ করতে চলেছেন শীঘ্রই। তাঁর সঙ্গে এই ওয়েব সিরিজে বিজয় সেতুপতিকে দেখা যাবে।

অন্যদিকে মীরা রাজপুত একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বর্তমানে তিনি আলিয়া ভাটের উদ্যোগ 'এমআই ওয়ার্ডরোব ইজ সু ওয়ার্ডরোব' এর জন্য টাকা তুলছেন।

বন্ধ করুন