শনিবার, ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ স্ট্রোক হয় মিঠুন চক্রবর্তীর। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন অভিনেতা সোহম নিজে গিয়ে হাসপাতালে ভর্তি করান মিঠুন চক্রবর্তীকে। মহাগুরু কেমন আছেন, চিকিৎসকরা কী বলছেন জানার জন্য মুখিয়ে আছেন তাঁর অগণিত ভক্তরা। করছেন তাঁর আরোগ্য কামনাও। এর মধ্যে কী খবর এল হাসপাতাল থেকে?
কেমন আছেন মিঠুন চক্রবর্তী?
শোনা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর ইস্কিমিক স্ট্রোক হয়েছে। এই বিষয়ে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, 'যখন ধমনী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় তখনই স্ট্রোক হয়। এতে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। অভিনেতার ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে। তবে তাঁর ধমনী ফাটেনি। কিন্তু রক্ত চলাচলে ব্যাঘাত ঘটেছে। কিছুক্ষণের জন্য অক্সিজেন পৌঁছতে পারেনি, তাই তাঁর স্ট্রোক হয়েছে।' চিকিৎসকের কথা অনুযায়ী ডায়াবিটিস, হাইপার টেনশন বা হাই কোলেস্টরেল থাকলে এই ইস্কিমিক স্ট্রোক হতে পারে। তবে মিঠুন চক্রবর্তীর কোন কারণের জন্য এমনটা হয়েছে সেটা অজানা। হাসপাতালের তরফে এখনও সেই তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, স্ট্রোক হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন
আরও পড়ুন: 'আমি একজন মেয়ে হয়ে...' বিবাহিত সত্যজিৎকে ভালোবেসেছিলেন মাধবী! তবুও কেন দূরে গিয়েছিলেন 'চারুলতা'?
তবে চিকিৎসক জানিয়েছেন, 'ইস্কিমিক স্ট্রোক হলে ৪৭ ঘণ্টা অবসারভেশনে রাখা হয়। তারপর তিনি কেমন থাকছেন সেটার উপর বাকিটা নির্ভর করে।' তাঁর কথা অনুযায়ী ফিজিওথেরাপির প্রয়োজন হয় এই সব ক্ষেত্রে। শরীরের কোনও অংশ দুর্বল হয়ে পড়ছে কিনা সেই দিকেও বিশেষ খেয়াল রাখা হয়। তবে আশার কথা এই যে এই স্ট্রোক মারাত্মক নয়, দ্রুত সুস্থ হয়ে ওঠা যায়। তবে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী।
টলি তারকারা মিঠুনকে দেখতে হাসপাতালে
এদিন মিঠুনকে দেখতে একাধিক তারকারা হাসপাতালে এসেছিলেন। ছিলেন দেবশ্রী রায়, বিশ্বনাথ বসু, প্রমুখরা। মিঠুন কে দেখে বাইরে বেরিয়ে দেবশ্রী রায় জানিয়েছেন, যখন তাঁর অসুস্থতার খবর পাই তখন অত্যন্ত ঘাবড়ে গিয়েছিলাম। তবে কোন ভয়ের কারণ নেই, মিঠুন চক্রবর্তী ভালো আছেন। আমার সঙ্গে ওঁর কথা হয়েছে। আজই মিঠুন চক্রবর্তীকে কেবিনেট স্থানান্তরিত করা হবে।'
মিঠুনের প্রজেক্ট
প্রসঙ্গত বর্তমানে মিঠুন চক্রবর্তী কলকাতায় থেকে তাঁর আগামী ছবি শাস্ত্রীর শুটিং করছিলেন। এই ছবিটি জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে বানানো হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। এখানে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেবশ্রী রায়কে দেখা যাবে।
আরও পড়ুন: 'সবটাই নাটক', ইন্ডিয়ান আইডলে প্রতিযোগীর জুতো হাতে তুলে দিলেন সুখবিন্দর সিং! কী বলছে ক্ষুব্ধ দর্শকরা?
এর আগে অভিনেতাকে শেষবার কাবুলিওয়ালা ছবিতে দেখা গিয়েছিল। সুমন ঘোষ পরিচালিত সেই ছবিতে রহমতের চরিত্রে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে মিনির চরিত্রে ছিলেন অনুমেঘা কাহালি। আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার ছিলেন মিনির বাবা মায়ের ভূমিকায়। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এই ছবি। বাঙালির নস্টালজিয়া উসকে দিয়েছেন মহাগুরু নতুন করে।