বাংলা নিউজ > বায়োস্কোপ > Mohammed Shami-Hasin Jahan: মেয়েকে নিয়ে জন্মদিন পালন হাসিনের, এদিকে অন্য বার্থ ডে পার্টিতে মজে শামি!

Mohammed Shami-Hasin Jahan: মেয়েকে নিয়ে জন্মদিন পালন হাসিনের, এদিকে অন্য বার্থ ডে পার্টিতে মজে শামি!

স্ত্রীকে ভুলে কার সঙ্গে আনন্দে মজলেন শামি?

Mohammed Shami-Hasin Jahan: আজ হাসিনের জন্মদিন। কিন্তু স্ত্রীর জন্মদিনের দিন তাঁর বদলে অন্য কার সঙ্গে সময় কাটালেন ভারতীয় ক্রিকেটার?

৩ ফেব্রুয়ারি মহম্মদ শামির বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহানের জন্মদিন। সেই বিশ্বকাপের সময় থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন হাসিন। কিছুদিন আগেও করেছিলেন বিতর্কিত পোস্ট। এর মাঝেই তিনি তাঁর এবারের জন্মদিন কাটালেন মেয়ে এবং বন্ধুদের সঙ্গে। অন্যদিকে এই একই দিনে কী করলেন ভারতীয় ক্রিকেটার?

হাসিনের জন্মদিন

৩ জানুয়ারি হাসিন জাহানের জন্মদিন। নিজের জন্মদিন কীভাবে কাটিয়েছেন সেটা তিনি নিজেই এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাঁকে আত্মীয় এবং মেয়ের সঙ্গে হুল্লোড় করতে, কেক কাটতে দেখা যায়। বাদ দেন না তাঁর পছন্দের কাজ করতে, অর্থাৎ রিলস বানাতে।

আরও পড়ুন: অবশেষে! অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রীর মুখ দেখালেন ইরফান পাঠান, যুগলের ছবি দিয়ে লিখলেন, 'তোমাকে পেয়ে...'

আরও পড়ুন: সিনেমায় মন দিতে রাজনীতিকে বিদায়? লোকসভা নির্বাচনের ঠিক আগেই ৩ পদ থেকে ইস্তফা দেবের

তবে হাসিনের জন্মদিনের দিন কিন্তু তাঁকে ভুলে অন্য এক প্রিয়জনের জন্মদিনে মেতে উঠেছিলেন শামি। তিনি আবার এদিন সেই অনুষ্ঠানের ছবি ভাগ করে নিলেন।

শামির নতুন পোস্ট

মহম্মদ শামি এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে একটি শিশুর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। সেই শিশুটির হাতে চার বছরের জন্মদিনের মোমবাতি দেখা যায়। অন্য আরেকটি ছবিতে খেলোয়াড়ের পরিবারের বাকি সদস্যদের দেখা যায়। সঙ্গে ছিল কেক। এই ছবিগুলো পোস্ট করে শামি লেখেন, 'সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করছি আমাদের ছোট্ট রাজকন্যার জন্মদিনে। অনেক ভালোবাসা আর আনন্দে ভরা ছিল এদিনের অনুষ্ঠান। পরিবারের সঙ্গে কাটানো সময়টাই সেরা সময়।'

আরও পড়ুন: গীতার সঙ্গে হিয়ার বাস্তবে এক দারুণ মিল আছে! তবুও কেন আফসোস করে বললেন, 'এখন আর যদিও...'

অনেকেই ভেবেছেন এই শিশুটি শামির মেয়ে। কিন্তু না, এই ছোট্ট মেয়েটি হল আমিরা ফাতিমা, অর্থাৎ খেলোয়াড়ের ভাইয়ের মেয়ে। তাঁর মেয়ের নাম আয়ারা। সে তার মায়ের কাছেই থাকে।

হাসিনের পোস্ট শামিকে নিয়ে

সেদিন সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহান রোহিত শর্মা এবং তাঁর ছোট্ট মেয়ের একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে লেখেন, 'অধিকাংশ বাবাই তাঁর ছোট্ট মেয়ের কোলে এভাবে শান্তি খুঁজে পায়। আর কিছু বাবা বেশ্যার কোলে। ঈশ্বর যেন চরিত্রহীন বাবাদের মেয়ে না দেয়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আমার ছোট্ট মেয়েটাকে সহ্যসক্তি দিক ঈশ্বর।'

হাসিনের অতীত জীবন

জানা যায় খুব অল্প বয়সেই পাড়ার এক মুদির দোকানের মালিকের প্রেমে পড়েছিলেন হাসিন। পালিয়ে বিয়েও করেন। তাঁদের দুটো সন্তানও আছে। কিন্তু তাঁদের সেই বিয়ে বেশিদিন টেকেনি। মাত্র আট বছরেই ডিভোর্স হয়ে যায়। তারপর শামির সঙ্গে আলাপ এবং বিয়ে।

আরও পড়ুন: ডাক্তারি থেকে সোজা অভিনয়! দাদাগিরিতে অর্জুন দাশগুপ্ত বললেন, 'নাক কান গলা তো দেখিই, কিন্তু...'

হাসিন এবং শামি সম্পর্কে

হাসিন কলকাতার মেয়ে। আইপিএলের সময়ই তাঁদের আলাপ হয়। সেই আলাপই গড়ায় প্রেমে। এরপর ২০১৪ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি মেয়েও আছে, আয়ারা। কিন্তু প্রথম বিয়ের মতোই হাসিনের দ্বিতীয় বিয়েও বেশিদিন সুখকর হয়নি। ২০১৮ সালে তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এই ভারতীয় পেসারের নামে একাধিক অভিযোগ আনেন তিনি। বর্তমানে তাঁদের ডিভোর্সের কেস চলছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.