ডান্স বাংলা ডান্স দিয়ে আত্মপ্রকাশ। তারপরই সুযোগ আসে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলতে কাজ করার। এটাই তাঁর অর্থাৎ মোহনা মাইতির প্রথম ধারাবাহিক ছিল। সদ্যই শেষ হয়েছে এই ধারাবাহিক। এবার কী পরিকল্পনা তাঁর? কী করবেন তিনি?
গৌরী এলর পর কী করবেন মোহনা?
একটা সময় টিআরপিতে ভালোই ফল করত এই ধারাবাহিক। কিন্তু স্লট চেঞ্জ হওয়ার পর থেকে আর সেই অর্থে হালে পানি পায়নি এই ধারাবাহিক। ফলে ধীরে ধীরে কমেছে রেটিং। আর সেটার জেরেই বন্ধ হয়ে গেল এই ধারাবাহিক। এখানেই প্রথমবার কাজ করেন মোহনা মাইতি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। আবার ছাত্রীও বটে। স্কুলে পড়েন তিনি। তিনি এতদিনের অভ্যেসে ছেদ পড়ার পর এবার কি প্ল্যান তাঁর?
আরও পড়ুন: 'একজন অনুপ্রেরণা...' বিশ্বকাপের ফাইনালের আবহে 'মিষ্টি প্রতিবেশী' বিরাটের প্রশংসা ক্যাটরিনার
আরও পড়ুন: টুপি-বুট পরে বিশ্বকাপের ফাইনালে গাভাসকর যেন কাউ বয়! ট্রোলের পর কী পরলেন মায়ান্তি?
টিভি নাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে মোহনা জানান, 'একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হয়েছে। ওখান থেকে আগে ঘুরে আসি তারপর দেখি কী করি। কোনও ভালো অফার পেলে সেটা করব।' মোহনার কথা থেকে স্পষ্ট যে তিনি একটানা কাজ করে ক্লান্ত। তাই এই বিরতি তাঁর প্রয়োজন।
কিন্তু অভিনেত্রী খোলসা না করলেও কানাঘুষোয় শোনা যাচ্ছে স্টার জলসার একটি ধারাবাহিক থেকে অফার এসেছে মোহনার কাছে। কিন্তু তিনি সেটা গ্রহণ করবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। ফলে অভিনেত্রীকে আবার কোন ধারাবাহিকে দেখা যাবে সেটা সময়ই বলবে।
জি বাংলায় আগামীতে এক সঙ্গে দুটো ধারাবাহিক আসছে। ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে আলোর কোলে এবং মিঠিঝোরা। একটা নয়টা, আরেকটি সাড়ে নয়টার স্লটে আসছে।