দিনকয়েক ধরেই বাজারে একটা খবর ঘুরছে। আর তা হল গুরুতর অসুস্থ নচিকেতা চক্রবর্তী। রামপুরহাটে একটা শো করার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। তারপর ‘আগুন পাখি’র অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর এতেই চটেছে নচিকেতার পরিবার।
বাবার শরীর কেমন তা নিয়ে মুখ খুললেন মেয়ে ধানসিঁড়ি। তিনি নিজেও একজন গায়িকা। নচিকেতার প্রসঙ্গে বলতে গিয়ে ধানসিঁড়ি জানান, ‘বাবা সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন। আর এই সমস্যাটা অনেকদিনের। শীতে যা আরও বেড়ে যায়। টানা শোয়ের পর বাবার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তাই সেইদিনটা অনুষ্ঠান করেননি। এই তো বুধবারই আবার গিয়েছেন হলদিয়ায়।’
সঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা মোটেই কোনও গুরুতর শারীরিক সমস্যা নয়। একটা শো না করার কারণে মিথ্যে খবর রটানো হচ্ছে। খারাপ লাগে। আজকাল সোশ্যাল মিডিয়ার চক্করে এসব ভুয়ো খবর বেশি রটে। বিগত কয়েক দিনে অনেকেই বাবার খোঁজ নিচ্ছেন। আমাদের পরিবার এসবে খুবই অস্বস্তিতে পড়েছে।’
ঠিক কী বলেছিলেন নচিকেতা অনুষ্ঠানে না যাওয়ার কারণ হিসেবে?
৪০ সেকেন্ডের ওই ভিডিয়ো পোস্ট করেছিলেন গায়ক। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ, এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি’। তিনি আরও যোগ করেন, ‘ডাক্তারবাবু আমাকে সেটা করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু, আমি পরে কম্পেনসেট করে দেব।’
দিনকয়েক আগে নচিকেতার লেখা ‘যা ডিভোর্সটা হয়েই গেল’ নিয়ে এরকমই হইচই পড়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন তাঁর আর তাঁর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে বুঝি! পরে গায়ক নিজেই সামনে আনেন তাঁর নতুন গান ‘হ্যাপি ডিভোর্স’। যা খুব ভাইরাল হয় সোশ্যালে। ২৭ জানুয়ারি মুক্তিও পেয়েছে নচিকেতার সেই গান
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)