TRP-র লড়াইতে একে-অপরকে টেক্কা দিতে যেন মুখিয়ে থাকে ধারাবহিকগুলো। আপাতত চলছে বিয়ের মরশুম। ‘দেশের মাটি’র রাজা-মাম্পির বিয়ে হল। তার কিছুদিন আগে বিয়ে করছিল ‘এই পথ যদি না শেষ হয়’-র উর্মি আর সাত্যকি। তারও কিছুদিন আগে ‘খড়কুটো’য় দ্বিতীয়বার বিয়ে করেছিল গুনগুন আর সৌজন্য। ও হ্যাঁ, ‘ওগো নিরুপমা’য় আবির আর নিরুপমার বিয়ে দিয়ে শেষ হল ধারাবাহিক।
সে যাই হোক, ফের বিয়ের পিঁড়িতে ‘খড়কুটো’ পরিবারের দুই সদস্য। সৌজন্য গুনগুনের পর বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন জ্যাঠাই-বড়মাও। আসলে তাঁদের বিবাহবার্ষিকী স্পেশ্যাল পর্ব চলছে এখন। বিবাহবার্ষিকীতে এই বর্ষীয়ান জুটির আবার বিয়ে দেওয়ার পরিকল্পনাটা গুনগুন সৌজন্যরই। জ্যাঠাইকে বিয়ের ধুতি-পাঞ্জাবি, টোপর আর কপালে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিয়েছে গুনগুন। অন্য দিকে, বড় মা পড়েছে লাল বেনারসি আর সোনার গয়না। গলায় ও মাথায় ফুলের মালা।
মাঝে বেশ কিছুটা পড়ে গিয়েছিল স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকের TRP। গুনগুনের অতিরিক্ত ন্যাকামি, গল্পে মুসলিম চরিত্রের প্রবেশ ঘটায় লভ জিহাদের অভিযোগ তুলেছিলেন দর্শকদের একাংশ। ফলে কোমর বেঁধে নেমেছিলেন নির্মাতারা। সৌজন্য আর গুনগুনের বিয়ে দিয়ে উঠেছে TRP। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে আছে ‘খড়কুটো’। এখন দেখার জ্যাঠাই-বড়মার বিয়ে দিয়ে তা ‘মিঠাই’কে টক্কর দিতে পারে কি না!