ওরহান অওত্রামানি ওরফে ওরি, Celeb নাহয়েও তিনি আজ সেলেব। কখনও জাহ্নবী, কখনও সারা, কখনও আবার সুহানা, নাইসা, এমনকি দীপিকা, করিনাদের সঙ্গেও জুড়ে থাকতে দেখা যায় তাঁকে। বলিপাড়ার অনেকেরই নাকি তিনি BFF। যদিও ওরহানের বক্তব্য, সেলেব কিডরা নাকি তাঁর স্কুলের বন্ধু।
তবে সম্প্রতি Bigg Boss 17-তে ঢোকা ও ২-১দিনের মধ্যেই বের হওয়ার কারণে চর্চায় রয়েছেন। আর বিগ বস থেকে বের হয়েই জাহ্নবী কাপুরের সঙ্গে নাচের ভিডিয়ো পোস্ট করলেন ওরি। যে নাচে আপাতপক্ষে দীপিকা ও প্রিয়াঙ্কার জায়গা নিয়েছেন জাহ্নবী ও ওরি। বাজিরাও মস্তানির ‘পিঙ্গা’ গানে নাচতে দেখা গিয়েছে তাঁদের। ##MastiAllTheTime হ্যাজট্যাগে ভিডিয়োটি পোস্ট করেছেন ওরি।
আরও পড়ুন-তাঁর প্রাক্তন পিয়া-ই আজ পরমের বর্তমান, অনুপমের পোস্টে শুধুই একাকীত্ব, দূরে যাওয়ার কথা…
আরও পড়ুন-'আমার ৫জন ম্যানেজার আছেন', ওরির মুখে এমন কথা শুনে হকচকিয়ে গেলেন সলমন
আরও পড়ুন-শাহরুখের পর এবার রণবীর ঝড়! অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই রেকর্ড, হারছেন ভিকি!
ওরির এই পোস্টের নিচে জাহ্নবী লিখেছেন, ‘Bigg Boss-এর জন্য আমাকেই ভুলে গিয়েছিলে!’ উত্তরে ওরি লিখেছেন, ‘তাই তো বিগ বস থেকে বের হয়ে তোমার কাছেই প্রথম এলাম’। এরই মাঝে জাহ্নবীর চর্চিত বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়া কমেন্টে ওরির উদ্দেশ্যে লিখেছেন, ‘খিলোনা বনা খলনায়ক!’ এই কমেন্টের নিচে মিশ্রা মণিষা বলে একজন আবার লিখেছেন, ‘শিখর পাহাড়িয়া জিজু, বাহ কেয়া কমেন্ট করতে হো!’ আরও একজন শিখর পাহাড়িয়ার উদ্দেশ্যে লিখেছেন, ‘কী হিংসে হচ্ছে নাকি!’
এদিকে নেটিজেনদের কেউ আবার বিগ বসে ওরির মন্তব্য টেনেই বলেছেন, ‘আপনার ৫ ম্যানেজারের মধ্যে কোনজন এখন এই পেজটা হ্যান্ডেল করছেন!’ প্রসঙ্গত, বিগ বসে গিয়ে ওরি সলমনকে বলেছেন, তাঁর নাকি ৫জন ম্যানেজার আছে। যা শুনে সল্লুও হকচকিয়ে যান।'আমার ৫জন ম্যানেজার আছেন', ওরির মুখে এমন কথা শুনে হকচকিয়ে গেলেন সলমন কেউ আবার না জেনেই প্রশ্ন করেছেন, বিগ বসের বাড়ি থেকে ফোন! আপনি কমেন্ট করছেন কীভাবে! যদিও ওরি ইতিমধ্যেই Bigg Boss-এর বাড়ি থেকে বের হয়েও গিয়েছেন।