বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata-Lahoma-Abir: বিবাহ বিভ্রাট পরমব্রত আর আবিরের, নাম জড়াল টলিউডের নতুন নায়িকা লহমারও!

Parambrata-Lahoma-Abir: বিবাহ বিভ্রাট পরমব্রত আর আবিরের, নাম জড়াল টলিউডের নতুন নায়িকা লহমারও!

বিবাহ বিভ্রাট ছবিতে একসঙ্গে কাজ করবেন পরমব্রত, আবির আর লহমা।

ফের একসঙ্গে রুপোলি পরদায় আসছেন পরমব্রত আর আবির। সঙ্গে রাবণ দিয়ে ডেবিউ করা লহমা ভট্টাচার্য। সিনেমার পরিচালনা করছেন রাজা চন্দ। 

Parambrata, Lahoma, Abir's New Film Bibaho Bibhrat: রাজা চন্দ-র পরবর্তীতে রমকম ছবি ‘বিবাহ বিভ্রাট’-এ অভিনয় করার কথা রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় আর লহমা ভট্টাচার্য। বিয়ের নানা জটিলতা নিয়েই এগিয়েছে ছবির গল্প। এটাই লহমার দ্বিতীয় ছবি। এর আগে জিতের সঙ্গে ডেবিউ করেছেন তিনি। 

পরমব্রত আর আবির একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের বাইশে শ্রাবন আর শাহাজাহান রিজেন্সি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বাস্তু শাপ’ ছবিতেও। বছরের শুরুতে দুজন একসঙ্গে ‘পুতুল নাচের ইতিকথা’-তেও কাজ করেছেন। 

বহুদিন আগেই এই ছবির গল্প লিখেছিলেন পরমব্রত। তবে এখন সিনেমা শুরুর আগে সামান্য বদল করেছেন লেখায়। ছবির গল্পে একজন খুব শালীন আর আরেকজন শালীনতার অত ধার ধরেন না। প্রথম চরিত্রে আবির চট্টোপাধ্যায়, আর দ্বিতীয় চরিত্রে পরমব্রত। সিনেমার মহিলা কেন্দ্রীয় চরিত্রে লহমা, নাম মোহর। 

টলিউডের একাধিক বড় তারকা, দেব-জিৎ-অঙ্কুশ-সোহমদের সঙ্গে কাজ করেছেন রাজা চন্দ। তবে আবির আর পরমব্রতর সঙ্গে কাজ এই প্রথম। তাই পরিচালকের জন্যও এটা একটা নতুন চ্যালেঞ্জ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন জয় সরকার, কলকাতাতেই হবে ছবির শ্যুট। 

জিতের সঙ্গে রাবণ দিয়ে ডেবিউ হয় লহমার। তাঁর অভিনয় এরমধ্যেই ভালো লেগেছে সকলের। লন্ডনে সাংবাদিকতার পাঠ নিয়েছেন। তারপর কলকাতায় ফিরেও কাজ করেছেন মিডিয়ায়। সাথে অভিনয় শিক্ষার পাঠ নেওয়া শুরু করেন। আর তখনই জিতের অফিস থেকে ডেকে অফার দেওয়া হয় রাবণের। 

 

বন্ধ করুন