চলতি মাসের শেষেই বিয়ে। ইতিমধ্যেই শুরু হয়েছে পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার প্রাক বিবাহ রীতিনীতি। ২১ সেপ্টেম্বর উদয়পুরে শুরু হবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। তার আগে ২০ সেপ্টেম্বর বুধবার, শিখ রীতি মনে হয়ে গেল রাঘব-পরিণীতির 'আদ্রস' অনুষ্ঠান।
কী এই 'আদ্রস' অনুষ্ঠান?
শিখ রীতি অনসারে এটি মূলত একটি প্রার্থনা অনুষ্ঠান। যে অনুষ্ঠান, শিখদের বিয়ে সহ বিভিন্ন শুভ অনুষ্ঠানের আগে হয়ে থাকে। এমনকি মৃত্যুর পরেও 'আদ্রস' অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত গুরুদোয়ারাতে শিখ গুরুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়ে থাকে। পরিণীতি-রাঘবের বিয়ের আগেও শিখ রীতি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকে বেশকিছুু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
'আদ্রস' অনুষ্ঠানে পরিণীতিকে গোলাপী রঙের গর্জাস সালোয়ার শ্যুটে দেখা গিয়েছে। তাঁর কানে ছিল ঝাড়বাতি ডিজাইনের ভারী দুল। তাঁর চুল ছিল ক্লিপ দিয়ে আটকানো। অন্যদিকে রাঘবকে গোলাপী-বেইজ পোশাকে দেখা গিয়েছে। অনুষ্ঠানের সময় রাঘব-পরিণীতি দুজনকেই মাটিতে বসার আসনে বসে হাত জোর করে প্রার্থনা করতে দেখা যায়। তাঁদের 'আদ্রস' অনুষ্ঠানে পরিবারের অন্যান্যদেরও পাশে বসে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে। যেখানে রাঘব-পরিণীতি সহ সকলের মাথাতেই গোলাপী রুমাল বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। তাঁদের গলা দিয়ে গেরুয়া রঙের উত্তরীয় জড়িয়ে দিতে দেখা যাচ্ছে এক শিখ গুরুকে।
আরও পড়ুন-‘আপনার BoyFriend কে দেখতে চাই’, অনুরাগীর আবদারে কী জবাব দিলেন মিমি?
আরও পড়ুন-‘টাবুতে মুগ্ধ, প্রেমে পড়ে গিয়েছি’, অকপট বাঁধন, হয়েছে উপহার দেওয়া-নেওয়া
এর আগে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাতে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে এবং পঞ্জবের অমৃতসরের মন্দিরে প্রার্থনায় অংশ নিতে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টম্বর রাজস্থানের উদয়পুরে রয়েছে পরিণীতি-রাঘবের বিয়ের মূল অনুষ্ঠান। বিয়েটা অবশ্য হচ্ছে ২৪ তারিখ দুপুর সাড়ে ৩টের সময়। তার আগে তাজ লেক প্যালেস ছেড়ে লীলা প্যালেসে পরিণীতিকে বিয়ে করতে যাবেন রাঘব। বিকেল ৪টের সময় হবে সাতপাতের অনুষ্ঠান। এরপর বিকেল ৬টায় রয়েছে 'বিদায়' অনুষ্ঠান।
মূলত দুই পরিবার আর ঘনিষ্ঠদের উপস্থিতিতে হবে পরিণীতি রাঘবের বিয়ে। বিয়েতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মনের উপস্থিত থাকার কথা রয়েছে।