1/4উজ্জ্বল হলুদ রঙের অরগ্যাঞ্জা শাড়িতে নেটমাধ্যমে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী পার্নো মিত্র। শাড়ি জুড়ে রয়েছে রুপোলি জরির কারুকার্য। রুপোলি জরি দিয়ে ফ্লোরাল মোটিফ করা শাড়িতে যেন রয়েছে রয়্যাল টাচ। অভিনেত্রী ছবি শেয়ার করতেই চোখ ফেরানো দায় নেটিজেনের। (ছবি ইনস্টাগ্রাম)
2/4শাড়ির সঙ্গে কনট্রাস্টে করে স্লিভলেস ব্লাউজে ধরা দিয়েছেন এই টলি সুন্দরী। ডিপ নেকলাইন ব্লাউজে বেশ ট্রেন্ডি দেখাচ্ছে তাঁকে। মিড পার্টে চুল খোলা রেখেছেন নায়িকা। একটি অসাধারণ সানগ্লাস তাঁর লুককেই অন্য মাত্রা দিয়েছে।
3/4পোশাকের সঙ্গে লেয়ারড নেকপিস পরেছেন নায়িকা, যা অভিনেত্রীর লুককে বাড়তি গুরুত্ব দিয়েছে। হোয়াইট স্টোনের এই জুয়েলারি অভিনেত্রীর সাজকে আরও সুন্দর করে তুলেছে। কানের সুন্দর দুল ও হাতে আংটি পরেছেন।
4/4পার্নোর এই লুকে মুগ্ধ একাধিক টলি তারকা। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কমেন্টে তাঁকে ‘সুন্দর’ লিখেছেন। আবির চট্টোপাধ্য়ায় খানিক মজা করেই লিখেছেন, ‘এ বাবা, কে রে?’ ঋত্বিক চক্রবর্তীও কমেন্টে হলুদ ভালোবাসা জানিয়েছেন টলি সুন্দরীকে।