Happy Birthday Alia Bhatt: মা হওয়ার পর প্রথম জন্মদিন আলিয়া ভাটের। ৩০ বছরে পা রাখলেন বলি ডিভা। স্বামী রণবীর এবং পরিবারের সঙ্গে জন্মদিনের রাতে লন্ডনের এক রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন অভিনেত্রী, রইল ছবি-
1/6১৫ মার্চ ৩০ বছরে পা রাখলেন অভিনেত্রী আলিয়া ভাট। মা হওয়ার পর প্রথম জন্মদিন বলিউড সুন্দরীর। বিশেষ দিনটি পরিবারেরই সঙ্গেই কাটিয়েছেন রণবীর ঘরণী। ব্যক্তিগত হোক কিংবা পেশাদার, ২৯তম বছরটা বিশেষ ছিল আলিয়ার কাছে। এক বছরের মধ্যে বিয়ে, প্রথমবার মা হওয়া এবং বলিউড থেকে হলিউডেও পা রাখেন অভিনেত্রী। (ছবি ইনস্টাগ্রাম)
2/6৩০ বছরের জন্মদিনটা পরিবার এবং বন্ধদের সংস্পর্শে থেকে লন্ডনে কাটিয়েছেন বলি ডিভা। জন্মদিনের রাতে কাছের মানুষদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী। কেক কাটার মুহূর্ত থেকে রেস্তোরায়ঁ ডিনারের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পাতায় শেয়ার করেছেন বার্থ ডে গার্ল।
3/6মা সোনি রাজদানের সঙ্গে মিষ্টি ছবি আলিয়ার। বান্ধবী তানিয়া সাহা গুপ্তার সঙ্গে রেস্তোরাঁয় বসে আলিয়ার ছবি। অন্যদিকে দিদি শাহিন ভাটও বোনের জন্মদিন সেলিব্রেশনে হাজির হয়েছিলেন।
4/6জন্মদিনে ডিনার পার্টিতে গোলাপি রঙের ব্যালেন্সিয়াগার জ্যাকেটে ধরা দিয়েছেন আলিয়া। সঙ্গে সাদা ছোট্ট একটি ব্যাগ ক্যারি করেছেন। কালো সোয়াট শার্ট পরে ছবিতে দেখা মিলেছে রণবীরের।
5/6আলিয়া একটি ছোট প্লেট স্প্যাগেটি, ক্রিম এবং স্ট্রবেরি সহ একটি ডেজার্ট উপভোগ করছেন। সেই ছবিও নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন বলি ডিভা।
6/6আলিয়ার বার্থ ডে পার্টির আয়োজনের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রণবীর। লন্ডনে রেস্তোরাঁর বাইরে ডিনার শেষে বেরিয়ে সকলে একসঙ্গে গ্রুপ ছবিও তুলেছেন।