Oscars 2023: ৯৫ তম অস্কার বলে কথা। চমক তো রয়েছে। ছয় দশক পর ধারার বদলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে। লালের বদলে এ বছর অস্কারের গালিচার রং শ্যাম্পেন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তারকাদের সমাহার। মিশেল ইয়োহ এবং পেড্রো প্যাস্কাল থেকে দীপিকা পাড়ুকোন, তারকারা অস্কারে কী পোশাক পরে এসেছেন-
1/12৯৫তম অ্যাকেডেমি অ্য়াওয়ার্ডস বা অস্কারের মঞ্চে চাঁদের হাট। হাজির বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবড় তাবড় তারকারা। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে অস্কারের আসর। ভারতের ঝুলিতে এসেছে দুটি পুরস্কার। ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ পেল ২০২৩ সালের অস্কারে সেরা গানের সম্মান। স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার পুরস্কার পেল ‘দি এলিফ্যান্ট হুইসপার্স'। সমস্ত সেলিব্রিটিরা স্টাইলিশ পোশাকে এসেছিলেন অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে। মিশেল ইয়োহ, দ্য লাস্ট অফ ইউস অভিনেতা পেড্রো প্যাসকেল, ফ্লোরেন্স পুগ, অস্টিন বাটলার থেকে দীপিকা পাড়ুকোন, অনুষ্ঠানে কেমন পোশাকে ধরা দিয়েছিলেন তাঁরা-
2/12লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। থ্রি-পিস বাঁধগালা কালো কুর্তা এবং পাজামায় ধরা দেন রামচরণ। উপাসনা পরে এসেছিলেন ঘিয়ে রঙের শাড়ি।
3/12ফ্য়াশন হাউস লুই ভিতোঁর অফ-দ্য-শোল্ডার গাউনে অস্কার পুরস্কার অনুষ্ঠানে অন্যতম উপস্থাপিকা হিসেবে মঞ্চে দ্যুতি ছড়ান দীপিকা পাড়ুকোন। কার্টিয়ের থেকে গহনা, ন্যূনতম মেকআপ এবং মেসি বানে জমকালো পোশাকে গ্ল্যামারাস বলি ডিভা। অভিনেত্রী কানের পাশের ট্যাটুও শো করেছেন।
4/12RRR অভিনেতা জুনিয়র এনটিআর অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একটি কালো বাঁধাগালা শেরওয়ানি পরে। ফ্য়াশন ডিজাইনার গৌরব গুপ্তা তাঁর জন্য বিশেষভাবে এই পোশাক ডিজাইন করেছেন। ভারতের প্রতিনিধিত্বকারী হিসেবে অভিনেতার গলার কাছে বাঘের একটি মোটিফ করা।
5/12অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত মিশেল ইয়োহ। ডিওর-এর সাদা গাউন এ দিন মঞ্চে পুরস্কার নিতে ওঠেন তিনি।
6/12অস্কারে শ্যাম্পেন কার্পেটে হাঁটার সময় আনা ডি আরমাস একটি ঝলমলে রুপোলি রঙের লুই ভিতোঁর গাউনে ধরা দিয়েছিলেন।
7/12'লাস্ট অফ আস' অভিনেতা পেড্রো পাস্কাল সেই রাতেই অস্কারের কালো স্যুটের সঙ্গে ব্যান্ড কলার শার্ট ধরা দিয়েছেন।
8/12অস্টিন বাটলার একটি সেন্ট লরেন্ট টাক্সেডোতে অস্কার অনুষ্ঠানে হাজির হয়েছেন।
9/12জ্যামি লি কার্টিস ‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’-এর জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন। তিনি সাদা রঙের ঝলমলে গাউনে পুরস্কার হাতে এ দিন মঞ্চে ধরা দেন।
10/12লেডি গাগা ৯৫তম অস্কারের মঞ্চে কালো গাউনে ধরা দিয়েছেন।
11/12রিহানা অস্কার অনুষ্ঠানে ডিজাইনার মেসন আলিয়ার তৈরি কালো লেদারের পোশাকে বেবি বাম্প ফ্লন্ট করে ধরা দেন।
12/12মালালা ইউসুফজাই রাল্ফ লরেনের সিলভার সিকুইনড হুডেড গাউনে প্রথমবার অস্কারে দেখা মেলে। স্বামী আসের মালিকের সঙ্গে এ দিন হাজির হয়েছিলেন তিনি।