বাংলা নিউজ > বায়োস্কোপ > Priya Banerjee on Prateik Babbar: 'ভাবলাম এটাই সঠিক সময়...' প্রতীকের সঙ্গে গোপন প্রেমের গল্প প্রকাশ্যে আনলেন প্রিয়া

Priya Banerjee on Prateik Babbar: 'ভাবলাম এটাই সঠিক সময়...' প্রতীকের সঙ্গে গোপন প্রেমের গল্প প্রকাশ্যে আনলেন প্রিয়া

প্রতীকের সঙ্গে গোপন প্রেমের গল্প প্রকাশ্যে আনলেন প্রিয়া

Priya Banerjee on Prateik Babbar: প্রতীক বব্বরের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রিয়া বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তিনি এই বিষয়ে ইনস্টাগ্রামে পোস্ট করলেন। কী জানালেন তিনি তাঁদের সম্পর্ক নিয়ে?

ভালোবাসার দিনে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন প্রিয়া বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক বব্বর। ভ্যালেন্টাইন্স ডের দিনই তাঁরা ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সে কথা জানান। গত এক বছর ধরে তাঁরা সম্পর্কে আছেন বলে শোনা যাচ্ছিল। যদিও কখনই তাঁরা এর আগে এই বিষয়ে কিছু বলেননি। কিন্তু এই প্রথমবার প্রিয়া তাঁর সঙ্গে প্রতীকের সম্পর্ক, রসায়ন কেমন সেটা প্রকাশ্যে আনলেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বললেন অনেক অজানা কথা।

তিনি তাঁদের সম্পর্কের বিষয়ে জানান, 'প্রেমে পড়তে কার না ভালো লাগে। এটা একটা অসাধারণ অনুভূতি। আমি ওকে বেশ কিছুদিন ধরেই জানি। আমরা এবার খালি গোটা বিষয়টা প্রকাশ্যে আনলাম। মনে হয়েছিল এটাই সঠিক সময়। আসলে আমরা গত এক বছর ধরে একসঙ্গে আছি। আর ভ্যালেন্টাইন্স ডে যখন এল তখন ভাবলাম আজই কেন নয়?'

কিন্তু এতদিন ধরে কেন তাঁরা চুপ ছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে নিউজে তাঁদের নিয়ে বহু লেখালিখি হয়েছে তবুও তাঁরা কেন চুপ ছিলেন? এই বিষয়ে তিনি বলেন, 'আমরা দুজনেই একটু ব্যক্তিগত ভাবে জীবন কাটাতে ভালোবাসি, বিশেষ করে সম্পর্ক সংক্রান্ত জিনিস নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাই না। কাজ নিয়ে কথা হোক, সম্পর্ক নিয়ে নয়। আসলে এটা আমরা বলে নয়, সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তাই চান। আমরা এত খাটি যাতে মানুষ আমাদের কাজের কথা জানতে পারে, সেটার জন্য জানতে পারে। কাজ লাইমলাইটে থাকা উচিত সম্পর্ক নয়।'

তাঁদের অনুরাগীরা এই কথা জানার পর ভীষণই খুশি হন। সেই বিষয়ে তাঁর কী মত? প্রিয়া বলেন, 'আমরা ভীষণ খুশি যে সবাই আমাদের জন্য এতট আনন্দিত। আমরা আসলে বুঝিনি ব্যাপারটা সবাই এত ভালো ভাবে নেবেন, বা এটা ভাইরাল হবে। আমাদের বন্ধুরা পরিবার সবাই খুশি। আর এটাই আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।'

বন্ধ করুন