বাংলা নিউজ > বায়োস্কোপ > বিধানচন্দ্র রায়কে নিয়ে ‘নারদ নারদ'! রানার গর্জন ‘সামান্য নয়, প্রামাণ্য ছবি আনব’

বিধানচন্দ্র রায়কে নিয়ে ‘নারদ নারদ'! রানার গর্জন ‘সামান্য নয়, প্রামাণ্য ছবি আনব’

.ডা বিধানচন্দ্র রায়।(ছবি সৌজন্যে - ফেসবুক)

চিকিৎসক এবং পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডা বিধানচন্দ্র রায়ের বায়োপিক নিয়ে শুরু হল 'লড়াই'। যুযুধান দু'পক্ষের একদিকে এসভিএফ এবং অন্যদিকে প্রযোজক রানা সরকার।

পশ্চিমবঙ্গের রূপকার উচ্চারণ করতেই অবিসংবাদিতভাবে উঠে আসবে তাঁর নাম। ডা.বিধানচন্দ্র রায়। দেশভাগের সময় যেভাবে রাজ্যের ভার তিনি যেভাবে সামলেছিলেন তা আজ ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। পাশাপাশি ধন্বন্তরি চিকিৎসক হিসেবেও তাঁর খ্যাতি ছিল দেশজোড়া। মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেও নিয়মিত রোগী দেখতেন। বলা হত, রোগীর মুখে দেখে কিংবা কাশি শুনেই নাকি বলে দিতে পারতেন তাঁর শরীরে কী রোগ বাসা বেঁধেছে। এবার এই প্রবাদপ্রতিম মানুষটিকে নিয়েই তৈরি হতে চলেছে বায়োপিক। তবে একটি নয়। দু'দুটি! উদ্যোক্তাদের নাম? এসভিএফ এবং প্রযোজক রানা সরকার।

কোনও বিখ্যাত ব্যক্তিত্বের বায়োপিক নিয়ে প্রযোজকদের মধ্যে 'লড়াই' এর ঘটনা এই প্রথম নয়। উদাহরণ হিসেবে বলা যায়, অজয় দেবগণ-কে নিয়ে 'ভগৎ সিং' এর বায়োপিক ঘোষণা করার প্রায় পরপরই ববি দেওলকে নিয়েও অন্য এক বলি-প্রযোজক ঘোষণা করেছিলেন 'ভগৎ সিং' এর বায়োপিক। এবং বাস্তবে তা রূপও পেয়েছিল। বক্স অফিসে এই দুই ছবির মধ্যে কে বেশি সফল হয়েছে, সে প্রশ্ন অবশ্য আলাদা। তবে দর্শক কিন্তু দু'টি ছবিই দেখেছিলেন।

তবে জানিয়ে রাখা ভালো, ডা.বিধানচন্দ্র রায়-এর এই বায়োপিক নিয়ে বেশ কিছুদিন হল জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিখ্যাত ছবি নির্মাতা সংস্থা এসভিএফ। তবে যেহেতু সবটাই এখনও প্রস্তুতির স্তরে তাই সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাদের তরফে। হয়ত নতুন বছরে এই ছবির ঘোষণা করে দর্শকদের চমকে দিতে চাইছে তারা। ইন্ডাস্ট্রিতে জোর ফিসফাস, মুখ্যমন্ত্রী এবং ডাক্তারের হওয়ার পাশাপাশি ডা.রায়ের জীবনে ভালোবাসার অধ্যায় তথা তাঁর প্রেমিক স্বত্বাটিই নাকি মূলত এই ছবির উপজীব্য হতে চলেছে। 

বিধানচন্দ্র এবং কল্যাণী সরকারের প্রেম এই ছবির ভরকেন্দ্র। প্রবাদপ্রতিম ডাক্তার নীলরতন সরকারের কন্যা ছিলেন কল্যাণী।শোনা যায়, ডা.রায় এবং তাঁর মধ্যে গভীর প্রেম ছিল। কিন্তু তাঁদের বিয়েতে রাজি ছিলেন না ডা.নীলরতন সরকার স্বয়ং। কল্যাণীকেই ভুলতে না পেরে নাকি আর কোনওদিন সংসার করেননি ডা.রায়। একই ছবি ছিল কল্যাণীর ক্ষেত্রেও। পরবর্তী সময়ে তিনি আত্মহত্যা করেন। তবে নিজের ভালোবাসাকে একমুহূর্তের জন্যেও ভোলেননি ডা.রায়। দেশভাগের পর উদ্বাস্তু সমস্যার সমাধানে নদীয়া জেলায় যে নতুন টাউনশিপ গড়ে তুলেছিলেন, তার নাম দিয়েছিলেন 'কল্যাণী'। সব ঠিকঠাক থাকলে ২০২২ এর প্রথম দিকেই নাকি শুরু হয়ে যেতে পারে এই ছবির শ্যুটিং।

অন্যদিকে, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এদিন বোমা ফাটিয়েছেন রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "বিধান রায়ের একটা প্রপার বায়োপিক আমরা বানাচ্ছি। অনেকদিন আগেই ফেসবুকে তার আভাস দিয়েছিলাম। শ্রীকান্ত ও মণিদা আমাদের বন্ধু , তাই এই প্রজেক্ট নিয়ে SVF-এর সাথে কোনো দ্বন্দ নেই...বরং একটা প্রতিযোগিতা থাকুক কে কতটা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে...এখন শুধু অপেক্ষা সৃজিত কবে সময় করে উঠতে পারে ওর ব্যস্ত সিডিউল থেকে, সেই মত আমরা প্ল্যান করবো...সঙ্গে থাকুন!"

হিন্দুস্তান টাইমসের তরফে রানা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনের ওপার থেকে তিনি বলেন, "আমার প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গ' ছবির কাজ শেষ হলেই ডা. বিধানচন্দ্র রায়ের বায়োপিকের কাজ শুরু করে দেব। আমাদের ভাবনায় বিধান রায়ের চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য আর কল্যাণী সরকারের চরিত্রে প্রিয়াঙ্কা সরকার"। সামান্য থেমে পরিষ্কার, কাটা কাটা ভাষায় তিনি জানান, " আরও একটা কথা। ডা.বিধানচন্দ্র রায় কিন্তু বাঙালির আবেগের অপর একটি নাম। তাই শুধুমাত্র তাঁর প্রেমের দিকটির কথা তুলে একটি আস্ত ছবি তৈরি করা উচিত নয় বলেই আমার মনে হয়। মনে রাখতে হবে , তিনি কিন্তু সামান্য কোনও ব্যক্তি নয়। তাই তাঁর বিষয়ে যা যা সেলুলয়েডে ফুটিয়ে তোলা হবে তা যেন প্রামাণ্য হয়। এবং সেটাই দস্তুর। তাই আমি এটুকু জোর দিয়ে বলতে পারি, আমাদের ছবিতে কোনও 'সামান্য' বিধানচন্দ্র নয়, বরং 'প্রামাণ্য' বিধানচন্দ্র রায়কে উপস্থিত করব"।

বায়োস্কোপ খবর

Latest News

বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড় স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.