বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahat Fateh Ali Khan: ‘ব্যক্তিগত ব্যাপার…!’, মারধর করার ভিডিয়ো ঘিরে সাফাই পাক-গায়ক রাহাত ফতে আলি খানের, আসলে কী ঘটেছে

Rahat Fateh Ali Khan: ‘ব্যক্তিগত ব্যাপার…!’, মারধর করার ভিডিয়ো ঘিরে সাফাই পাক-গায়ক রাহাত ফতে আলি খানের, আসলে কী ঘটেছে

সাফাই দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গায়ক রাহাত ফতে আলি খানের

Rahat Fateh Ali Khan Viral Video: জনপ্রিয় গায়কের ভিডিয়ো দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়। এরপরই সাফাই দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন পাক গায়ক রাহাত ফতে আলি খান। কী বলেছেন তিনি…

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতে আলি খানের একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছেন তিনি। গুলাম আব্বাস শাহ নামে এক পাক সাংবাদিক রাহাত ফতে আলি খানের এই ভিডিয়োটি X হ্য়ান্ডেলে পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

জনপ্রিয় গায়কের ভিডিয়ো দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়। এরপরই সাফাই দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন পাক গায়ক রাহাত ফতে আলি খান। গায়কের দাবি, ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তি তাঁর শিষ্য, ছেলের মতো। গুরু-শিষ্যর সম্পর্ক এমনই তো হয়! যদি শিষ্য ভালো করে তাহলে গুরু তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন। আবার অপরাধ করলে শাস্তিও দেন। আরও পড়ুন: মিথিলার সঙ্গে সেলফি পোস্ট জিতুর, কোন ইঙ্গিত দিলেন অভিনেতা, ছবি ঘিরে হইচই

রাহাতের পাশেই নিগৃহীত ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তিনি কুণ্ঠিত কণ্ঠে জানান, রাহাত তাঁর বাবার মতো। খুব ভালোবাসেন। একটি পবিত্র বোতল হারিয়ে ফেলেছিলেন বলেই শাস্তি পেয়েছেন। যে ভিডিয়ো ছড়ানো হয়েছে তা তাঁর ‘উস্তাদকে বদনাম’ করার জন্যই ছড়ানো হয়েছে।

উল্লেখ্য, গুলাম আব্বাস শাহ নামে এক পাক সাংবাদিক রাহাত ফতে আলি খানের যে ভিডিয়োটি X হ্য়ান্ডেলে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে মারতে মারতে রাহাত ফতে আলি খান বলছেন, ‘আমার বোতল কোথায়?’ আর এরপরই ক্রমাগত ওই ব্যক্তিকে হিংসাত্মকভাবে মারতে শুরু করেন জনপ্রিয় গায়ক। ভিডিয়োতে দেখা যাচ্ছে সেখানে আরও অনেকে উপস্থিত রয়েছেন। তবে কেউই গায়ককে আটকাতে পারেননি।

এমন ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে যিনি মার খাচ্ছিলেন, ওই ব্যক্তিকে বারবার গায়কের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ওই ব্যক্তি বারবার দাবি করতে থাকেন, ‘আমার কাছে কোনও বোতল নেই স্যার’। তবে গায়ক কোনওভাবেই মানতেই চাননি। ক্রমাগত মেরেই চলেন তাঁকে। আর ‘আমার ওই বোতল কোথায়? বোতল কোথায়?’ বলে চিৎকার করতে থাকেন।

জন্মসূত্রে পাকিস্তানের বাসিন্দা হলেও বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক রাহত ফতেহ আলি খান। পাক সঙ্গীতশিল্পীর এমন রূপ দেখে অবাক অনুরাগীরা। পাক গায়ক যতই সাফাই দিন না কেন, সেই ভিডিয়োর নিচে নেটনাগরিকদের মন্তব্যতেই স্পষ্ট এই সাফাইয়ে চিঁড়ে ভেজেনি। রাহতের দাবি, ঘটনার পর মাথা ঠান্ডা হতেই নাকি তিনি তাঁর শিষ্যের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.