বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul Banerjee-Priyanka Sarkar: 'একসঙ্গে সংসার করছি', ছেলে সহজের জন্য দাম্পত্যের দ্বিতীয় ইনিংস শুরু রাহুল-প্রিয়াঙ্কার?

Rahul Banerjee-Priyanka Sarkar: 'একসঙ্গে সংসার করছি', ছেলে সহজের জন্য দাম্পত্যের দ্বিতীয় ইনিংস শুরু রাহুল-প্রিয়াঙ্কার?

ছেলে সহজের জন্য দাম্পত্যের দ্বিতীয় ইনিংস শুরু রাহুল-প্রিয়াঙ্কার?

Rahul Arunoday Banerjee-Priyanka Sarkar: টলিউডের একটা সময়ের অন্যতম পছন্দের এবং চর্চিত জুটি ছিলেন তাঁরা। তাঁদের সম্পর্কের টানাপোড়েন সামনে আসার পর অনেক ভক্তরা কষ্ট পেয়েছেন, কেউ বা মুচকি হেসেছেন। কিন্তু সেসবকে পিছনে ফেলে ফের কাছাকাছি রাহুল প্রিয়াঙ্কা। শুরু করতে চলেছেন নতুন অধ্যায়।

শহর জুড়ে এখন যতই ভাদ্রের পচা গরমের মরশুম চলুক না কেন এই শহরেরই দুটো মানুষ আরও একবার নিজেদের, নিজেদের সম্পর্ককে সুযোগ দিয়ে ভালোবাসার মরশুমে হারিয়ে যেতে বসলেন। কাদের কথা বলছি? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের কথা। রাহুল এবং প্রিয়াঙ্কা টলিউডের চর্চিত জুটিদের অন্যতম। সে যখন তাঁরা প্রেম করতেন বা বিয়ে করেছিলেন তখন যেমন তাঁদের নিয়ে চর্চা থাকত, তাঁদের সম্পর্কের রসায়ন বদলানোর পরও সেই চর্চা অব্যাহত ছিল। তবে সম্প্রতি অভিনেতা এমনই একটা পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায় যা দেখে মনে হচ্ছে তাঁরা তাঁদের সম্পর্কটার দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন।

বহু বছরের টানাপোড়েনের পর ২০২৩ থেকেই তাঁদের সম্পর্কের রসায়ন আবারও বদলাতে শুরু করে। দোলের সময় থেকে উন্নত হতে থাকে তাঁদের সম্পর্ক। তাঁদের ছেলে সহজ বড় হচ্ছে। দুজন মিলে তাকে মানুষ করছেন ওঁরা। আর ছেলের জন্যই নিজেদের সম্পর্ক ঠিক করে তুলেছেন। মাঝে যদিও আইনি কাঁটা ছিল। এবার সেটাও দূর হল। তাঁদের সম্পর্কের দ্বিতীয় ইনিংসে মিলল আদালতের সম্মতি।

আরও পড়ুন: ভাঙনকালে কাছাকাছি রাহুল-প্রিয়াঙ্কা? জল্পনা বাড়িয়ে বিয়ের ছবি পোস্ট অভিনেতার

সহজকে আরও সহজ ভাবে মানুষ করার জন্য তাঁরা তাঁদের দূরত্ব মিটিয়ে নিয়েছেন। এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমরা একসঙ্গে সংসার করছি। প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনেছি আমি। আইনি জটিলতা ছিল এতদিন। এবার সেটা মিটমাট হল। তবে আমরা একসঙ্গে অনেক ধরেই থাকছি। তবে মায়ের সঙ্গেই অধিকাংশ সময় থাকি। ওর বাড়িতে ওর বাবা মা আছেন। তবে উইকেন্ডে আমরা একসঙ্গেই সময় কাটাই। আমরা স্বামী স্ত্রী ছিলাম, এখনও সেটাই আছি।'

২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই কেস চলে। শেষ পর্যন্ত রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই এই সমস্যা মিটমাট করে নেবেন বলেই ঠিক করে নেন।

বন্ধ করুন