সময় কত দ্রুত বয়ে যায়! দেখতে দেখতে এক বছর হতে চলল রণবীর এবং আলিয়ার মেয়ের। আগামী মাসে এক বছর পূর্ণ করবে রাহা কাপুর। মেয়ের প্রথম জন্মদিনের জন্য কী কী পরিকল্পনা করেছেন রণবীর কাপুর এবার সেটাই প্রকাশ্যে আনলেন।
মেয়ের প্রথম জন্মদিনের বিষয়ে কথা বলতে গিয়ে রণবীর জানান তাঁরা একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করবেন। তাঁর মতে রাহা এখন এতটাই ছোট যে ও সেই ভাবে লোকজনকে চিনতে বা বুঝতে পারবে না। তাই ঘরোয়া আয়োজন করা হবে। অভিনেতার কথায় তৈমুরকে দেখে নাকি প্রথমবার বাক্যহারা হয়ে গিয়েছিল ছোট্ট মেয়েটা।
মেয়ের প্রথম জন্মদিন প্রসঙ্গে রণবীর
জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রণবীর জানান রাহার প্রথম জন্মদিন নিয়ে তাঁর প্ল্যান কী। অভিনেতার কথায়, 'আমাদের বাড়িতে একটা ছোট্ট বার্থডে পার্টি হবে ওর জন্য। সেখানে খালি পরিবারের লোকজন আর ভাই বোনেরা থাকবে। আপাতত সেই অনুষ্ঠানের জন্য মুখিয়ে আছি।'
তৈমুর এবং জের সঙ্গে রাহার সমীকরণ
করিনা কাপুরের দুই ছেলে তৈমুর এবং জে রণবীরের মেয়ে রাহার তুতো দাদা হয়। তাই যখন অভিনেতাকে জিজ্ঞেস করা হয় দুই দাদার সঙ্গে রাহার সম্পর্ক কেমন রণবীর হেসে উঠে বলেন রাহা এখন বড়ই ছোট। ওর মাত্র ১১ মাস বয়স। রাহা এখনও লোকজনকে সেভাবে চিনতে বা মনে রাখতে পারে না বলেও তিনি জানান।
আরও পড়ুন: 'একদম লাভ স্টোরি পছন্দ করত না' কুছ কুছ হোতা হ্যায় করতে গিয়ে বিরক্ত হয়েছিলেন শাহরুখ!
আরও পড়ুন: মুক্তির আগেই ডাঙ্কি দেখলেন বোমান ইরানি? শাহরুখের ছবি নিয়ে বললেন, 'হ্যাট্রিক হবে এটাও'
রণবীর তাঁর কথা প্রসঙ্গে বলেন, 'রাহা তৈমুর এবং জের বাড়িতে একবারই গিয়েছিল। ওরাও একবার এসেছিল, কিন্তু রাহা এতটাই ছোট যে ও কাউকেই চিনতে পারে না। ওর মাত্র ১১ মাস বয়স। ও আমাকে কখনও কখনও চিনতে পারে। তবে এটুকু বলতে পারি আমাকে ওর মায়ের থেকে ও বেশি ভালোবাসে।'
গত বছর এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর এবং আলিয়া। তার দুই মাস পরেই তাঁরা তাঁদের সন্তান আসার কথা জানান। এরপর গত বছরের শেষ দিকে নভেম্বর মাসে জন্ম হয় রাহার। এক বছর হয়ে এলেও এখনও কিন্তু রণবীর বা আলিয় কেউই তাঁর মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি।