সে বহু বছর আগের কথা। বলিউডে তিনি তখন নেহাতই নতুন। আমির খানের সঙ্গে 'গুলাম'-এর শ্যুট করছিলেন রানি মুখোপাধ্যায়। আর তখনই ঘটিয়ে বসেন অদ্ভুত এক কাণ্ড। বছর কয়েক আগে 'দাদাগিরি'র মঞ্চে সেই গল্পই ভাগ করে নিয়েছিলেন বঙ্গতনয়া।
ছবির ক্লাইম্যাক্স-এর শ্যুট চলছে। জীর্ণ-আহত নায়কের কাছে ছুটে আসতে হবে নায়িকাকে। আমিরের মতো তারকার বিপরীতে অভিনয়ের সুযোগ। মনে মনে জীবনের সেরা শটটি দেওয়ার পরিকল্পনা করেন রানি। ব্যস, পরিচালক 'অ্যাকশন' বলতে প্রাণপণে ছুট! নায়ককে নিয়ে নায়িকা সোজা পরিচালক বিক্রম ভাটের কোলে।
হাসতে হাসতে রানি বললেন, 'আমি ভাবছিলাম, এটা হলটা কী! আমি সোজা ক্যামেরার বাইরে চলে গেলাম। আমার মনে আছে, আমির বিক্রমকে বলেছিল, কোত্থেকে এই ইঞ্জিনকে ধরে এনেছো।'
সহকর্মীর ভূয়সী প্রশংসা করেন রানি। বলেন, 'আমির কখনও বুঝতে দেয়নি যে আমি নতুন এসেছি আর ও সিনিয়র। খুব মজা করত।'
বক্স অফিসে সাফল্য পায় 'গুলাম'। রানি-আমিরের জুটিকেও পুরো নম্বর দিয়েছিল দর্শক। ২০১২ সালে ফের 'তালাশ' ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা।