বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer Singh: শাহরুখ-সলমন-আমির-সইফ নন, এই খানের সঙ্গে কাজ করতে চান রণবীর, ‘বুড়াপে কা সাহারা’

Ranveer Singh: শাহরুখ-সলমন-আমির-সইফ নন, এই খানের সঙ্গে কাজ করতে চান রণবীর, ‘বুড়াপে কা সাহারা’

তৈমুরের সঙ্গে কাজ করতে চান রণবীর সিং। 

কোন খানের সঙ্গে কাজ করতে চান প্রশ্নে, অবাক করা জবাব এল রণবীর সিং-এর থেকে। নাম নিলেন সইফ-করিনার ছেলে তৈমুরের। 

একবার এক সাক্ষাৎকারে রণবীর সিং-কে প্রশ্ন করা হয়েছিল, কোন খানের সঙ্গে কাজ করতে চান তিনি। আর তাতে অভিনেতার জবাব ছিল অবাক করা। শাহরুখ, সলমন, আমির বা সইফের নাম নেননি তিনি, বরং নিয়েছেন খুদে এক খানের নাম। যাকে নিজের ‘বুড়াপে কা সাহারা’ও বলেন রণবীর। 

সোশ্যাল মিডিয়ায় সেনসেশন এই খুদে খান। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কথা হচ্ছে তৈমুর আলি খানের ব্যাপারে। সইফ আর করিনার বড় সন্তান। সেই জন্মের পর থেকেই তৈমুরকে নিয়ে মাতামাতি। পাপারাৎজিদের নয়নের মণি সে। করিনা আর সইফের ছোটজন জেহ-কে নিয়েও এত পাগল হয় না সোশ্যাল মিডিয়া। 

সিদ্ধার্থ কান্নান এক সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করেন কোন খানের সঙ্গে কাজ করতে চান তিনি। আর তাতে দীপিকার স্বামী উত্তর নেন তৈমুরের নাম। বলেন, ‘তৈমুর তো আমার বুড়াপে কা সাহারা। ও এখনই বড় তারকা। আর ও যখন অভিনয় করবে, বলিউডে ডেবিউ করবে তখন আমার বয়স হয়ে যাবে। আর যেহেতু আমি অভিনয় ছাড়তে চাই না তো তখন আমার শুধু তৈমুরের বাবার চরিত্রে অভিনয় করার অফারই আসবে।’

এখানেও না থেমে রণবীর বলে যান, ‘ও ভালো কাজ করুক। অনেক ছবি করুক। আর আমি সব কটাতে ওর বাবার চরিত্রে অভিনয় করতে চাই।’ ২০১৬-তে জন্ম হয় তৈমুরের। এখন বয়স তার সবে ৫। 

বন্ধ করুন