আগেই শোনা গিয়েছিল যে বেঙ্গল টকিজ তথা অতনু রায়চৌধুরীর প্রযোজনায় আসা নতুন ছবিতে প্রধান মুখ হিসেবে দেখা যাবে জিৎকে। এতদিন যাবৎ দেবকেই জুটি বাঁধতে দেখা গিয়েছে অতনু রায়চৌধুরীর সঙ্গে। অতনু, দেব এবং অভিজিতের ত্রয়ীর ছবি মানেই যেন হিট এবং বড়দিন। এবার কি তবে তার অন্যথা হচ্ছে?
বেঙ্গল টকিজের ছবিতে জিৎ?
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে জানানো হয়েছে বেঙ্গল টকিজের ছবিতে দেখা যাবে জিৎকে। এদিন টলি বাংলা বক্স অফিসের তরফে একটি টুইট করে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে জানানো হয় যে টলিউডের অন্দরের গুঞ্জন অনুযায়ী আগামী মাস অর্থাৎ মার্চ থেকেই জিৎ নাকি বেঙ্গল টকিজের নতুন ছবির শ্যুটিং শুরু করবেন। অর্থাৎ এবার অতনু রায়চৌধুরীর প্রযোজনায় আসবে জিতের ছবি। কিন্তু এই তথ্য কতটা সত্যিই সেটা সময় এলেই জানা যাবে।
আরও পড়ুন: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা-ডোনার হাত ধরে
আরও পড়ুন: বিয়ের আগেই কাঞ্চনের উপর ক্ষুব্ধ শ্রীময়ী? অভিযোগ করে বললেন, 'আজ পর্যন্ত ও আমায়...'
একই সঙ্গে এটাও স্পষ্ট নয় যে অভিজিৎ সেন পরিচালিত এবং দেব অভিনীত যে ছবিটি এই বছরের বড়দিনে আসবে সেখানেই জিৎকে দেখ যাবে নাকি আলাদা ছবিতে তিনি ধরা দেবেন। যদি আলাদা ছবি হয় তবে সেখানে কাকে পরিচালকের আসনে দেখা যাবে সেটাও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, দেব অভিনীত, অভিজিৎ সেন পরিচালিত এবং অতনু রায়চৌধুরী প্রযোজিত টনিক, প্রজাপতি এবং প্রধান তিনটিই হিট! সবাই এখন মুখিয়ে আছে তাঁদের পরবর্তী ছবির নাম ঘোষণার দিকে যা চলতি বছরের বড়দিনের সময় মুক্তি পাবে। সেই ছবির প্রসঙ্গে আনন্দবাজারকে প্রযোজক জানিয়েছিলেন যে দেবের সঙ্গে আলোচনার পর্যায় আছে বিষয়টা। একই সঙ্গে তিনি আভাস দেন তাঁদের এই ছবিতে ফের দেখা যেতে পারে মিঠুনকে। শাস্ত্রী ছবির কাজ শেষ হওয়ার পর তিনি তাঁর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
প্রধান ছবির শুটিংয়ের সময় রটে যায় যে দেবের সঙ্গে নাকি অতনু রায়চৌধুরীর সম্পর্কের অবনতি হয়েছে। তখন তাঁরা কেউ বিষয়টা মানতে না চাইলেও, এখন এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মনে করছেন সেই জন্যই হয়তো জিতের সঙ্গে প্রযোজক বৈঠক সেরেছেন। তবে ভবিষ্যতে জিতের সঙ্গে তাঁরা আদৌ কোনও ছবি করবেন কিনা সেটা সময়ই বলবে।