আমিরের সিনেমা ভাগ্যটা এখন খুব একটা ভালো যাচ্ছে না! পরপর কয়েকটা ছবি বাজেভাবে ফ্লপ করেছে। শেষ ছবি লাল সিং চাড্ডা নিয়ে তো তুমুল গণ্ডগোল। বয়কট করার ডাকও উঠেছিল। আর তারপর গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে খানিক বিরতি নেওয়ার কথাও ঘোষণা করেন আমির খান। এবার খবর গ্ল্যামার ওয়ার্ল্ডে মুখ দেখাতে চলেছেন আমির খানের বড় ছেলে জুনায়েদ খান।
শোনা যাচ্ছে, সুপারহিট তামিল রম-কম 'লাভ টুডে'-এর হিন্দি রিমেকে আমির খানের বড় ছেলে জুনায়েদ খানকে বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। ইটাইমসের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, জুনায়েদ ইতিমধ্যেই ফ্যান্টম স্টুডিয়ো দ্বারা প্রযোজনা করা চলচ্চিত্রটি করতে সম্মত হয়েছেন। খুব সম্ভবত বছরের শেষেই ছবিটা ফ্লোরে যাবে। জুনায়েদ ও খুশি দুজনের জন্যই এটা বড় অফার। আরও পড়ুন: ৬০ বছরেও টানা কাজ, জুবিলি থেকে শেষ পাতা, প্রসেনজিতের হাতে চলতি বছরে কোন কোন ছবি?
ই-টাইমসের প্রতিবেদন অনুসারে খুশির ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে যে, ‘জুনায়েদ এবং খুশি দুজনেই নিজেদের চরিত্র নিয়ে খুশি। তাই হ্যা বলতেও বেশি সময় নেননি।’ যদিও এখনও এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। আরও পড়ুন: গুরুদ্বার থেকে ফিরে বাথরুমে পা পিছলে মৃত্যু, প্রয়াত অভিনেত্রী নীলু কোহলির স্বামী
'লাভ টুডে' হবে খুশি কাপুরের দ্বিতীয় ছবি, কারণ তিনি জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে ডেবিউ করছেন যাতে রয়েছেন সুহানা কাপুর আর অগস্ত্য নন্দা। অন্য দিকে, জুনায়েদ এরই মধ্যে মুক্তির অপেক্ষায় থাকা 'মহারাজা' নামের একটি ছবিতে অভিনয় করেছেন। ছবিটিতে শর্বরী ওয়াঘ এবং জয়দীপ আহলাওয়াত প্রধান চরিত্রে কাজ করেছেন। এছাড়াও জুনায়েদকে আমির খান প্রোডাকশন প্রযোজিত 'প্রীতম পেয়ারে' নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে।
প্রসঙ্গত, লাভ টুডে' নামের তামিল ছবিটা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। মুখ্য চরিত্রে ছিল প্রদীপ রঙ্গনাথন এবং ইভানা। ৫ কোটি বাজেটে তৈরি ছবি আয় করেছিল প্রায় ১৫০ কোটি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)