বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif Ali Khan: ‘আদিপুরুষ’-এর প্রচার এড়িয়ে যাবেন রাবণ সইফ আলি খান? কারণটা অবাক হওয়ার মতোই…

Saif Ali Khan: ‘আদিপুরুষ’-এর প্রচার এড়িয়ে যাবেন রাবণ সইফ আলি খান? কারণটা অবাক হওয়ার মতোই…

আদিপুরুষে রাবণ হয়েছেন সইফ আলি খান। 

এমনিতেই আদিপুরুষ নিয়ে বিতর্কের কোনও শেষ নেই। তারওপর এখন খবর মিলছে লঙ্কাধিপতি রাবণ অর্থাৎ সইফ আলি খান নাকি থাকবেন না ছবির প্রচারে। 

সইফ আলি খান, প্রভাস, কৃতি শ্যাননের আদিপুরুষ চলতি বছরের সবচেয়ে প্রতিক্ষিত ছবিগুলির মধ্যে একটি। গত বছর টিজার প্রকাশের পর থেকেই ছবিটি একাধিক সমস্যা ও বিতর্কের সম্মুখীন হয়েছে। কখনও ভিএফএক্সের ব্যবহার, কখনও রামের পৈতে না থাকা তো কখনও আবার রাবনের দাড়ি নিয়ে আপত্তি তুলেছেন মানুষ। 

ওম রাউতের পরিচলনায় মুক্তি পাওয়া এই সিনেমা যতই মুক্তির কাছাকাছি আসছে, ততই বাড়ছে আলোচনা। এখন খবর, সইফ আলি খান যিনি ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন তিনি নাকি সিনেমার প্রচারে অংশ নেবেন না। 

কেন থাকবেন না নবাব-পুত্র সিনেমার প্রচারে! প্রযোজক বা পরিচালকের সঙ্গে সমস্যায় অভিনেতাদের ছবির প্রচারে অংশ না নেওয়া কোনও নতুন ঘটনা নয়। সইফের সঙ্গেও কি তাহলে ঘটল সেরকমই কোনও ঘটনা?

যদিও খবর মিলছে, যেই সময় ছবির প্রচারের কথা ভাবছে গোটা টিম সেই সময় নাকি তৈমুর আর জেহকে নিয়ে বার্ষিক ছুটিতে যায় সইফ-করিনা। সঙ্গে রাবণের চরিত্র নিয়ে যেহেতু সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তাই হয়তো নির্মাতারা সইফকে দূরেও রাখতে পারেন প্রচারের সময়। আরও একটা তথ্য সামনে আসছে। তা হল সিনেমার রাম অর্থাৎ প্রভাসের উপর পুরোপুরি ফোকাস ধরে রাখতে হয়তো তিনি আর কৃতি শ্যাননই (সীতা) অংশ নেবেন প্রচারে। মে মাস থেকে আদিপুরুষ ছবির প্রোমোশন শুরু হওয়ার কথা রয়েছে।

আদিপুরুষ সিনেমাটি রামায়ণের রূপান্তর। যেখানে প্রভাসকে দেখা যাবে রাঘবের ভূমিকায়। কৃতি শ্যানন জানকি সীতা। আর সইফ আলি খান রাবণের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে রয়েছেন অভিষেক বচ্চনও। আপাতত খবর নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে এই সিনেমা ১৩ জুন। টি সিরিজের তরফে ভূষণ কুমার এই ব্যাপারে জানিয়েছেন, ‘এটা কেবল আমাদের পরিশ্রম নয়, এখানে উঠে আসবে ভারতের ইতিহাসের একটা অধ্যায়। এই ছবির পরতে পরতে উত্তেজনা রয়েছে। এই ছবি সমস্ত দর্শকদের ভিজ্যুয়াল ট্রিট হবে একটা। আশা করি বিশ্বজুড়ে সকল দর্শকদের এটা ভালো লাগবে।’

রাম নবমীর দিন এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তি পেয়েছে। যেখানে রয়েছেন রাম লক্ষণ সীতা আর হনুমান। রাম-লক্ষণকে ছবির পোস্টারে পৈতে ছাড়া দেখে সেই সময়ও অনেকেই উষ্মা প্রকাশ করেছিলেন। দেখা গিয়েছিল প্রভাস এবং সানিকে তীর-ধনুক নিয়ে বুকে বর্ম পরে থাকতে। নিম্নাঙ্গে দুজনেরই ধুতি। কৃতির পরে আছে সাধারণ শাড়ি, মাথায় কাপড় দেওয়া। অন্য দিকে, দেবদত্তকে ত্রয়ীর সেবায় মাথা নত করতে দেখা গিয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.