বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupam Islam: 'খুঁজে ফেরে শুধু তোমাকে...' ১৯৯৮ সালে ফিরলেন রূপম, মনে করলেন কার কথা?

Rupam Islam: 'খুঁজে ফেরে শুধু তোমাকে...' ১৯৯৮ সালে ফিরলেন রূপম, মনে করলেন কার কথা?

১৯৯৮ সালে ফিরলেন রূপম, মনে করলেন কার কথা?

Rupam Islam: অতীতের অদেখা ছবি পোস্ট করলেন রূপম ইসলাম। মনে করলেন ফেলা আসা সোনালি দিনের কথা। তাঁর সঙ্গে তাঁর পরিচিতরাও ফিরে গেলেন সেই ১৯৯৮ সালের দিনগুলোতে। কী লিখলেন গায়ক তাঁর পোস্টে?

রূপমের স্মৃতিচারণ। আজ থেকে এক লহমায় ২৫ বছর আগে পৌঁছে গেলেন গায়ক। মনে করলেন ১৯৯৮ সালের একটি দিনের কথা। ফসিলসের অ্যালবাম, মিশন এফের একটি গান বন্ধু হে শ্যুটিং করার কথা মনে করলেন বাংলার রকস্টার।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পুরনো ছবি পোস্ট করেন রূপম। সেখানে তাঁকে ছাই রঙা একটি শার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে চোখ কালো রোদ চশমা, ডান হাতে একটি ঘড়িও রয়েছে। কাঁধে একটি ব্যাগ এবং গিটার। পিছু ফিরে কিছু দেখছেন তিনি।

ফেসবুকে এই ছবি পোস্ট করে তিনি জানান এটি তাঁর ব্যান্ড ফসিলসের একটি অ্যালবাম মিশন এফের গান বন্ধু হের ফটোশ্যুটের সময় তোলা হয়েছিল। অর্থাৎ ছবিটির বয়স ২৮ বছর। তিনি ধর্মতলা চত্বরে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন। তাঁর সামনে প্যানাসনিক, সোনি, ফিলিপসের মতো বহু ব্র্যান্ডের নাম সহ পুরনো সাদা অ্যাম্বাসেডর, ইত্যাদি দেখা যাচ্ছে।

এই ছবিটি পোস্ট করে গায়ক লেখেন, 'ধর্মতলার আগাপাশতলা/ভরদুপুরের অস্থির ব্যস্ততা/ঠ্যালা মেরে ভিড় সরিয়ে/নির্বোধ শিশু মুখ বাড়িয়ে/খুঁজে ফেরে শুধু তোমাকে/ক্ষুদে চোখের স্বপ্ন ডাকে/ধোঁয়া ভাসে, সূর্য কাশে/ফিরতে সে চায়/শুধু তোমার পাশে।'

অনেকেই তাঁর এই ছবির সঙ্গে নস্টালজিয়ায় ভেসে যান, নিজেদের মতামত জানান। এক ব্যক্তি লেখেন, 'কী সুন্দর ছবিটা।' আরেক ব্যক্তি লেখেন, 'সেই এক সময় এই মানুষটাই প্রতিদিন আমাদের ক্লাস ফ্লোরে ভূগোল পড়াত। আমাদেরই সঙ্গে আমাদের মতো করে মিশে গিয়ে। এখন ভাবলে সত্য গায়ে কাঁটা দেয়। খুব ভালো থাকুন স্যার।' রূপমের মতো এই ব্যক্তিও স্মৃতিচারণ করেন। আসলে প্রথম জীবনে গায়ক একটি স্কুলে পড়াতেন। সেই তখনকার কথা মনে করেই এই ব্যক্তি কথাগুলো লেখেন।

বর্তমানে রূপম ইসলামকে স্টার জলসার সুপার সিঙ্গারের মঞ্চে বিচারক হিসেবে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে আছেন মোনালি ঠাকুর এবং শান।

বন্ধ করুন