বাংলা নিউজ > বায়োস্কোপ > রাজনীতিতে ‘তাণ্ডব’ করতে আসছেন সইফ আলি খান!

রাজনীতিতে ‘তাণ্ডব’ করতে আসছেন সইফ আলি খান!

‘তাণ্ডব’ (ছবি সৌজন্যে-অ্যামাজন প্রাইম ভিডিয়ো)

আগামী ১৫ জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে ‘তাণ্ডব’।

প্রকাশ্যে এল সইফ আলি খানের আগামী ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এর ট্রেলার। রাজনৈতিক থ্রিলারের পটভূমিতে তৈরি ওয়েব সিরিজ। আগামী ১৫ জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে ‘তাণ্ডব’। 

ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান। সইফের পাশাপাশি দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, হিমাংশু কিশান মেহরা, কুমুদ মিশ্র এবং মহম্মদ জিশান আয়ুব প্রমুখ বলিউডের জনপ্রিয় মুখকে। ওয়েব সিরিজের পরিচাবলনার দায়িত্বে রয়েছেন আলি আব্বাস জাফার। 

ভারতীয় রাজনীতির প্রেক্ষাপট উঠে আসবে ছবির গল্পে। ওয়েব সিরিজে টানটান উত্তেজনা থাকবে রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে। পাশাপাশি ওয়েব সিরিজে পাওয়া যাবে ইন্ডাস্ট্রিতে বহুদিনের পুরনো কিছু অভিনেতাকেও। সেই তালিকায় রয়েছেন ডিনো মারিয়া, গওহর খান, কৃতিকা কামরা, আমাইরা দস্তুর, সুনীল গ্রোভার, সারা জেন দিয়াস সহ অন্যান্য। মুক্তির পর ৯টি ভাগের সিরিজ হতে চলেছে ‘তাণ্ডব’।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে সইফ আলি খানের ডিজিটাল অভিষেক ঘটেছে নেটফ্লিক্সে-এর বহু চর্চিত ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’এ। আবারও, ওটিটিতে পা রাখছেন বলিউডের ছোটে নবাব। দর্শকদের নয়া চমক দিকে শীঘ্রই ওটিটিতে ফিরছেন ‘তাণ্ডব’ দিয়ে। 

বন্ধ করুন