বাংলা নিউজ > বায়োস্কোপ > 'সেনোরিটা', 'বুয়ইজ'-দের সতর্ক করলেন হৃত্বিক, ব্যাপক ভাইরাল মুম্বই পুলিশের পোস্ট!

'সেনোরিটা', 'বুয়ইজ'-দের সতর্ক করলেন হৃত্বিক, ব্যাপক ভাইরাল মুম্বই পুলিশের পোস্ট!

'জিন্দেগি মিলেগি না দোবারা' ছবিতে হৃত্বিকের সেই দৃশ্য যা ব্যবহার করেছে মুম্বই পুলিশ। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

জনমানসে সতর্কতা প্রচারের ব্যাপারে নেটমাধ্যমে মুম্বই পুলিশের মতো এত সক্রিয় খুব কম সোশ্যাল হ্যান্ডেলই রয়েছে।এই লক্ষ্যেই হৃত্বিক রোশনকে 'ব্যবহার' করে নিজেদের এই পোস্টে 'সাবধানবাণী' বলালো মুম্বই পুলিশ।

জনমানসে সতর্কতা প্রচারের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় মুম্বই পুলিশের মতো এত সক্রিয় খুব কম সোশ্যাল হ্যান্ডেলই রয়েছে। তবে শুধু সক্রিয় বললে কিছুই বলা হয় না। সময়োপযোগী সেসব পোস্টে ঠাসা থাকে মজা এবং দেদার রসিকতা। যা দেখে এবং পড়ে একইসঙ্গে ভাববে ও ঠোঁটের কোণায় হাসি ফোটাবে। ফের একবার এমন পোস্ট করল মুম্বই পুলিশ। উদ্দেশ্য, করোনা সতর্কতা জারি করা ও সাধারণ মানুষদের সচেতন করা। যেন তাঁরা দ্রুত করোনা টিকা নেন এবং আরও বেশি করে মাস্ক ব্যবহার করেন। এই লক্ষ্যেই হৃত্বিক রোশনকে দিয়ে নিজেদের এই পোস্টে 'সাবধানবাণী' বলালো মুম্বই পুলিশ।

২০১১ সালে মুক্তি পাওয়া হৃত্বিক অভিনয় সুপারহিট ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা'-র একটি দৃশ্যকে এক্ষেত্রে ব্যবহার করেছেন তাঁরা। সেই ছবির একটি সিকোয়েন্সে হৃত্বিকের সঙ্গে ফারহান আখতারের গরমাগরম তরজা শুরু হয়। রীতিমতো জোর গলায় ধমকে ফারহানকে কথা শোনাতে থাকে হৃত্বিক। 

সেই সিকোয়েন্স এবং হৃত্বিকের ওই রেগে যাওয়া মুখের ছবি ব্যবহার করে অবিকল সেই মেজাজে বলা সংলাপের ধরণে মুম্বই পুলিশ তাঁদের পোস্টে লিখেছে, ' করোনা টিকা না নেওয়াটা কোনও মজা নয়! টিকা নিয়ে মাস্ক না পরাটাও দারুণ কোনও মজার ব্যাপার নয়!' পোস্ট এর ক্যাপশনে আবার জোড়া হয়েছে এই সতর্কতা কিন্তু সব 'সেনোরিটা' এবং 'বুয়ইজ'-দের জন্যেই। উল্লেখ্য, এই দুটি শব্দও ওই সিনেমার দৌলতে বহুল জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে।

বন্ধ করুন