বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Public Reaction: 'গত ৮ বছর ধরে এক রেওয়াজ চলছে...' ফার্স্ট ডে ফার্স্ট শোতে এসে কী বলছেন জওয়ান ভক্তরা?

Jawan Public Reaction: 'গত ৮ বছর ধরে এক রেওয়াজ চলছে...' ফার্স্ট ডে ফার্স্ট শোতে এসে কী বলছেন জওয়ান ভক্তরা?

ফার্স্ট ডে ফার্স্ট শোতে এসে কী বলছেন জওয়ান ভক্তরা?

Jawan Public Reaction: মুক্তি পেল শাহরুখ খান অভিনীত জওয়ান। আর প্রথমদিনেই একাধিক শো হাউজফুল। এমনকি আর্লি মর্নিং শোগুলোতেও টিকিট পেতে কালঘাম ছুটে গিয়েছে দর্শকদের। এই ছবি নিয়ে কী বলছেন তাঁরা?

আজকের সকালটা আর চার পাঁচটা দিনের থেকে একটু আলাদা। ভোরবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতেই কোনও মতে তৈরি হয়ে হাজির হলের সামনে। আরে বাবা হবে না? আজ যে জওয়ান ডে! কাজ, অফিস, ব্যস্ততা সব পরে আগে শাহরুখের ছবি যে। আর সিনেমা হলের সামনে পৌঁছিয়েই বুঝলাম এ পাপে পাপী আমি একা নই, আরও অনেকেই আছেন। গিয়ে তাঁদের কয়েকজনের সঙ্গে গল্প জুড়লাম হাতে সময় থাকতে।

নীলিমা দে, বেহালার বাসিন্দাকে প্রশ্ন করলাম অফিস নেই আজ?' উত্তর এল, 'আছে তো। এখান থেকেই সোজা যাব। এই ব্যাগ দেখছেন না! একটু দেরি হবে পৌঁছতে কিন্তু, ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করা যাবে না।' এটা কি বরাবরের রেওয়াজ? প্রশ্নটা তাঁর পাশে দাঁড়ানো এক কিশোর আর তাঁর বাবার উদ্দেশ্যে ছিল। উত্তরে সেই ভদ্রলোক বললেন, 'ছেলেই এখন আমার সঙ্গী। আমরা দুজন হাজরায় থাকি। সিনেপলিসে ৭টার শো, এখানে তার আগে তাই চলে এলাম। দুজনেই শাহরুখ ভক্ত তাই ১০ মিনিট আগে সিনেমা দেখার লোভে বাড়ির কাছ ছেড়ে এতদূর এলাম।'

আরও পড়ুন: কিং খানের দাপটে ঘুম ভাঙল ‘সরকার’-এর, জওয়ানে কি মিশে গেল রিল ও রিয়েল?

আরও পড়ুন: 'বিনা পারিশ্রমিকেও কাজ করতে রাজি ছিলাম', ‘জওয়ান’ নিয়ে বললেন বিজয়

কাউকে কাউকে তো আবার কাস্টোমাইজড টিশার্ট পরেও দেখা গেল। এক ব্যক্তি জানালেন, 'গত ৮ বছর ধরে শাহরুখের যত যা সিনেমা বেরিয়েছে সব কটার ফার্স্ট ডে ফার্স্ট শো বাঁধাধরা।' কেন? পরে দেখলে কী সিনেমা বদলে যাবে? 'আহা, সেটা নয়। তবে ওই যে উন্মাদনা ওটা আলাদা। আর আজকাল ফার্স্ট শো হয়ে যাওয়া মানেই ক্লিপ আর গল্প দুই অনলাইনে চলে আসা। সেই মজাটা থাকে না।'

এটা অবশ্য একদিকে ঠিকই বলেছেন তিনি। ডিজিটাল যুগে লোকজনের উত্তজনাও যেন বেশি। সিনেমা মুক্তি পেতে দেরি আছে গল্প বা ক্লিপ ফাঁস হতে দেরি নেই। তবুও যে জওয়ান জ্বরে গোটা দেশ থরহরি কম্প সেটা এত দ্রুত কমবে বলে মনে হয় না!

বন্ধ করুন