উইন্ডোজ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের জুটি বরাবরই বাংলাকে নতুন ধরনের ছবি উপহার দিয়ে গিয়েছে। সে শিশুদের নিয়ে ছবি হোক বা সমাজ, থ্রিলার, সংসার, সহ সব কিছুই তাঁদের সিনেমায় ধরা পড়েছে। বর্তমানে এই পরিচালকদ্বয় তাঁদের নতুন ছবি বহুরূপীর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। আর সেখানেই গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এখন কেমন আছেন তিনি?
কেমন আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটির আমার বস ছবিটি এখনও মুক্তি পায়নি। পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটা হয়নি। বরং ভোটের আবহ পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। আর তারই মাঝে নতুন ছবি বহুরূপীর শ্যুটিং শুরু করে দিয়েছিলেন শিবপ্রসাদ এবং নন্দিতা। বোলপুরে শ্যুটিং চলছিল সেই ছবির। আর সেখানেই ঘটল বিপত্তি। পরিচালকের শিরদাঁড়ার এল ওয়ান এবং এল টুতে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। গত ৫ এপ্রিল তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি ভর্তি আছেন।
আরও পড়ুন: 'যাঁরা জ্ঞান দিচ্ছিলেন...' নেতাজিই প্রথম প্রধানমন্ত্রী, দাবিতে অনড় কঙ্গনা এবার স্বপক্ষে দিলেন কোন ‘প্রমাণ’?
আরও পড়ুন: 'বাংলা এখনও পিছিয়ে...' মির্জা দিয়েই টলিউডের 'ভুল' শুধরাতে বদ্ধপরিকর অঙ্কুশ! কোন বদল আনতে চাইছেন?
তাঁর স্বাস্থ্যের আপডেট দিয়ে এই সময়কে উইন্ডোজ প্রোডাকশনের তরফে জানানো হয়েছে, ৬ এপ্রিল বেলায় পরিচালকের সমস্ত রিপোর্ট আসবে। সেটা দেখে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা ঠিক করা হবে। আপাতত বেশ কিছুদিন শিবপ্রসাদকে বিশ্রামে থাকতে হবে। বন্ধ রাখা হয়েছে ছবির শ্যুটিংও।
কী ঘটে এদিন?
৫ এপ্রিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল। সেখানেই উঁচু জায়গায় দিয়ে ঝাঁপ দেওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। অন্যান্য অভিনেতাদের সঙ্গে ধাক্কা লেগে চোট পান শিবপ্রসাদ।
আরও পড়ুন: 'লালদার শেখানো পথেই প্রতিবাদ করেছি...' সুমনের নাটকে 'ধর্ষক' সুদীপ্ত! প্রতিবাদে গর্জে উঠলেন বেণী বসু
বহুরূপী প্রসঙ্গে
বহুরূপী ছবিটি একটি থ্রিলার হতে চলেছে। এখানে মুখ্য ভূমিকায় আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে। ফাটাফাটি ছবির পর আবারও তাঁরা জুটি বেঁধেছেন এই ছবিতে। পুজোর সময় মুক্তি পাওয়ার কথা বহুরূপী ছবিটির।