রেডিও মির্চি থেকে মীরের ইস্তফা নিয়ে চর্চা বন্ধ হয়নি এখনও। তার মধ্যেই বুধবার নতুন করে বিতর্ক জড়ালো মির্চি কর্তৃপক্ষ। সৌজন্যে তাদের নতুন অ্যাপ মির্চি প্লাস। বুধবার সকালে একটি নামী সংবাদমাধ্যমে ইনস্টাগ্রাম পেজে দেখা মেলে মির্চি প্লাসের প্রোমোর। যেখানে দেখা যাচ্ছে, শ্রোতাদের জন্য মির্চি প্লাস অ্যাপে শুরু হচ্ছে যৌনউত্তেজক পডকাস্ট। এই পডকাস্টটির নাম দেওয়া হয়েছে 'আইলাইকইটক্রেজি'।
এই পোস্টটির নীচেই কমেন্টে গোটা বিষয়টির সমালোচনার করেছেন টেলিভিশনের 'নোয়া' অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস। তিনি তাঁর কমেন্টে মীরকে ট্যাগ করে লিখেছেন 'মির্চি ছেড়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই কন্টেন্ট শোনার জন্য ইয়ার ফোন ব্যবহারের প্রয়োজন নেই, ইয়ারফোনের ব্যবহার থাকুক শুধুমাত্র সানডে সাসপেন্স ঘিরেই। আপনার জন্য অনেক ভালবাসা রইল।'
তবে স্বাভাবিকভাবেই মীর এই কমেন্টের কোনও উত্তর দেননি। তবে শুধু শ্রুতি দাস নন, এই পোস্টের নিচে কমেন্ট করেছেন অনেক সাধারণ মানুষ। তাঁদের মতে এই কারণেই মির্চি ছেড়েছেন মীর।