বাংলা নিউজ > বায়োস্কোপ > Rabindra Jayanti Special: রবি ঠাকুরের গানের কথা যেভাবে আমার প্রাণে লাগে, সেভাবেই ব্যক্ত করি: সোমলতা আচার্য চৌধুরী

Rabindra Jayanti Special: রবি ঠাকুরের গানের কথা যেভাবে আমার প্রাণে লাগে, সেভাবেই ব্যক্ত করি: সোমলতা আচার্য চৌধুরী

সোমলতা আচার্য্য চৌধুরীর চোখে রবি ঠাকুর

নতুন প্রজন্মের কাছে তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত রীতিমতো চর্চিত। কিন্তু তাঁর কাছে রবীন্দ্রসঙ্গীত আসলে কী? রবি ঠাকুর তাঁর সঙ্গীত সাধনার কতটা জুড়ে রয়েছেন? একান্ত সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন সোমলতা আচার্য চৌধুরী।

মায়ের শেখানো রবীন্দ্রসঙ্গীত গেয়েই গানের প্রতিযোগিতায় প্রথমবারের মতো জিতেছিলেন পুরষ্কার। তারপর 'মায়াবন বিহারিণী' থেকে 'যে রাতে মোর দুয়ারগুলি' গেয়ে সোমলতা আচার্য চৌধুরী জায়গা করে নিয়েছেন শ্রোতাদের মনের মনিকোঠায়। নতুন প্রজন্মের কাছে তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত রীতিমতো সমাদৃত। কিন্তু তাঁর কাছে রবীন্দ্রসঙ্গীত আসলে কী? রবি ঠাকুর তাঁর সঙ্গীত সাধনার কতটা জুড়ে রয়েছেন? একান্ত সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন সোমলতা আচার্য চৌধুরী।

আপনি একটু অন্য আঙ্গিকে রবীন্দ্রসঙ্গীত গান, তাই কী নতুন প্রজন্ম আপনার গাওয়া রবীন্দ্রসঙ্গীত এতটা পছন্দ করে?

 

সোমলতা: অন্যভাবে নয়, আমি যেভাবে রবীন্দ্রসঙ্গীতকে দেখি, সেভাবেই গাওয়ার চেষ্টা করি। তবে এটা নয় যে সবটা থেকে ভেঙ্গে বেরিয়ে একেবারে নতুন করে কিছু করি। ছবির জন্য যেভাবে রবীন্দ্রসঙ্গীত করি, তার থেকে একেবারে আলাদা ভাবে আমার অ্যালবামের জন্য গাই। তখন কিন্তু স্বরলিপির মধ্যে থেকেই গাওয়ার চেষ্টা করি। হয়তো আমার গাওয়া গানগুলোতে যন্ত্রানুসঙ্গটা একটু অন্যরকম হয়। আর সেটাই হয়তো নতুন প্রজন্মের ভাল লাগে বা তার সঙ্গে বেশি একাত্মবোধ করতে পারেন তাঁরা। আসলে রবি ঠাকুরের গানের কথা যেভাবে আমার প্রানে লাগে, সেভাবেই আমি ব্যক্ত করি আমার গানের মধ্যে দিয়ে।

 

আরও পড়ুন: রবি ঠাকুর আমার শান্তির আশ্রয় আর রবীন্দ্রজয়ন্তী মানেই বাবার স্মৃতি: মনোময় ভট্টাচার্য

রবীন্দ্রসঙ্গীতকে আপনি কীভাবে দেখেন?

 

সোমলতা: রবি ঠাকুরের গান মানেই, আমার কাছে আমার মা আর অনেকটা ইমোশান।

মা কেন?

 

সোমলতা: আসলে মায়ের কাছেই আমার প্রথম রবীন্দ্রসঙ্গীত শেখা। মা গান গাইতে খুব ভালোবাসতেন এবং মায়ের গান শেখার একটা সুপ্ত ইচ্ছেও ছিল। কিন্তু তা সেভাবে কখনও হয়ে ওঠেনি। তবে মা আমাকে নানা রকমের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতেন। মায়ের শেখানো রবীন্দ্রসঙ্গীত গেয়েই গানের প্রতিযোগিতায় প্রথমবার পুরষ্কার পেয়েছিলাম। আমার মধ্যে রবীন্দ্রচেতনার সঞ্চার করেছেন আমার মা।

 

আরও পড়ুন: জানলে অবাক হবেন, রবীন্দ্রনাথের বংশের আসল পদবী ‘ঠাকুর’ নয়! তবে কী ছিল

রবীন্দ্রনাথ ও তাঁর সৃষ্টিকে কীভাবে দেখেন?

 

সোমলতা: তিনি আমাদের সমস্ত অনুভূতিগুলোকে একত্র করে যা সৃষ্টি করেছেন, তা আমদের চলার পথের সঙ্গী। দুঃখ বা ভালোলাগা জীবনের প্রতি ক্ষেত্রে, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যে সমস্ত পরিস্থিতির, বলা ভালো অনুভূতির সম্মুখীন হই, তার সবটা নিয়েই উনি লিখেছেন।  

এই জন্যই কি বাঙালির তাঁকে ঘিরে এত উদযাপন? কারণ অন্য কোনও কবি বা সাহিত্যিকে নিয়ে এই উৎসব দেখা যায় না...

 

সোমলতা: কেন এটা হয়, সত্যি সে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে আমি নিজে ব্যক্তিগত ভাবে সমস্ত ধরনের গানকে, সমস্ত ধরনের সৃষ্টিকে উদযাপন করতে পছন্দ করি। এমনকি আমি একটা দিন রবীন্দ্রজয়ন্তীর বা একটা দিন মাদার্স ডে পালন করে তারপরের দিন থেকে আবার সবটা ভুলে যাওয়ায় বিশ্বাসী নই। আমি প্রতিদিনই সবটার মধ্যে সমতা বজায় রাখতে পছন্দ করি। শুধু রবীন্দ্রজয়ন্তী বলে না, আমার কাছে রবীন্দ্রনাথের গান ৩৬৫ দিনই প্রাসঙ্গিক। আবার আমি অন্যান্য সকলের গানকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।

তাহলে আপনার মতে রবীন্দ্রজয়ন্তী ঘিরে যে উৎসব, তা আসলে আড়ম্বর?

 

সোমলতা: না, তা একেবারেই নয়। আসলে উৎসব-উদযাপন এই বিষয়গুলো না খুব ব্যক্তিগত। কেউ হয়তো আজ সোশ্যাল মিডিয়া একটা গান গেয়ে পোস্ট করবেন সেটাতে যেমন তাঁর ভালোলাগা জড়িয়ে রয়েছে। অন্যদিকে, কেউ যদি মনে করেন আজ সারাটা দিন নিজের মতো করে একা থাকবেন আর রবীন্দ্রসঙ্গীত শুনবেন সেটাও কিন্তু তাঁর ভালোলাগা। ব্যক্তি বিশেষে এর পার্থক্য হয়। তাই কে কী ভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত বিষয়।

আপনি কীভাবে ছোটবেলায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন করতেন?

 

সোমলতা: ছোটবেলায় রবীন্দ্রজয়ন্তী দিনটার থেকেও রবীন্দ্রজয়ন্তীর একমাস আগে থেকে যে প্রস্তুতি নেওয়া হত, সেই সময়টা খুব উপভোগ করতাম। পাড়ায় সবাই মিলে একসঙ্গে রিহার্সাল দিতাম। স্কুল থেকে এসে অল্প করে একটু পড়া করে নিলেই ছুটি। তারপর চলে যেতাম রিহার্সাল করতে। পাড়ায় একদিন এর বাড়ি, তো অন্যদিন ওর বাড়িতে বসত আমাদের রিহার্সালের আসর। তবে রবীন্দ্রজয়ন্তী দিনও কম আনন্দ হত না। পাড়ার ছেলে-মেয়েরা মিলে চৌকি জুড়ে জুড়ে মঞ্চ তৈরি করতাম। তারপর সন্ধ্যায় হত আমাদের রবীন্দ্রজয়ন্তী।

আর, আজকের দিনটা কীভাবে কাটাবেন?

 

সোমলতা: আজ সারাটা দিন আমার কাজের মধ্যে, গানের সঙ্গেই কাটবে। তবে অবশ্যই আমার সঙ্গে থাকবেন রবি ঠাকুর।

বায়োস্কোপ খবর

Latest News

সোমে ভারী বৃষ্টি বাংলায়, ঘূর্ণিঝড় তৈরির আগেই বইবে ঝোড়ো হাওয়া, কোথায় কোথায় হবে? ২০১৯-তে স্রেফ অঘটন? আমেঠিতে পরীক্ষায় স্মৃতি, রাহুল সরে যাওয়ায় লাভ হবে কংগ্রেসের? রাজনাথ, রাহুল, স্মৃতির পরীক্ষা, আজ দেশের ৪৯ আসনে ভোট, অযোধ্যা-সহ কোথায় নজর? কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ, খোঁজ চলছে, বার্তা মন্ত্রীর জলের তলায় যাওয়া থেকে ব্যাডমিন্টন ম্যাচ! ভোটার টানতে অভিনব কসরত ভাগ্যের হাতে মার খেল RR, কারা কোয়ালিফায়ারে, কারা খেলবে এলিমিনেটর, স্পষ্ট হল ছবি সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু ‘নবীনের আমলে ওড়িশা ৫০ বছর পিছিয়ে গিয়েছে’ মুখ্যমন্ত্রীকে তোপ অমিত শাহের লোকসভার মধ্যেই অসমে প্রকাশ্যে BJP-র আদি-নব্য দ্বন্দ্ব, অস্বস্তিতে গেরুয়া শিবির BJP প্রার্থীর অফিস থেকে টাকা উদ্ধার করতে গিয়ে নির্বাচনী আধিকারিকদের মারধর

Latest IPL News

সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR যারা আমাদের দেখে হাসছিল, তাদের জন্য… সমালোচকদের জবাব দিলেন RCB-র মহিলা ক্রিকেটার বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.