নন্দিনী দিদির এখন আর নতুন করে পরিচয়ের কোনও দরকার নেই। তিনি এবং তাঁর হোটেল দুই সোশ্যাল মিডিয়া এবং ব্লগারদের জন্য দারুণ বিখ্যাত। তাঁর পোশাক-আশাক থেকে শুরু করে, তাঁর কথা বলার ধরন, এমনকি তাঁর দোকানে কী কী পাওয়া যায় না কীসের কত দাম সকলেই জেনে গিয়েছেন এতদিনে। আর জনপ্রিয়তার উপর ভর দিয়ে তিনি নতুন দোকান খুলেছেন, দিদি নম্বর ওয়ানে গিয়েছেন। এবার তাঁর এই জনপ্রিয়তা নিয়ে কথা বললেন চ্যাটার্জি দিদি ওরফে সোনিয়া চ্যাটার্জি।
নন্দিনী দিদিকে নিয়ে কী বললেন চ্যাটার্জি দিদি?
সোনিয়া চ্যাটার্জি ওরফে চ্যাটার্জি দিদি মাঝে মধ্যেই নানা মজার ভিডিয়ো পোস্ট করেন। এদিন তাঁকে নন্দিনী এবং তাঁকে নিয়ে ফুড ব্লগারদের উন্মাদনা নিয়ে পোস্ট করলেন।
আরও পড়ুন: 'আমার বাবা কে জানিস এটা বলুক...' প্রভাব - প্রতিপত্তি খাটিয়ে সন্তানদের মানুষ করতে চান না বিবেক
আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, শ্বেতার পর এবার রহস্যজনক পোস্ট অভিষেকের, ব্যাপারটা কী?
ভিডিয়োর শুরুতে সোনিয়া বলেন, 'তোমরা ওখানেই আটকে থাকবে? এগোব না? পাশের দোকানে যে কাজ করছে তাঁকে এবার একটু ফেমাস করো। দুটো দোকান পরে আরেকজন মহিলা খাবার বিক্রি করেন কই তাঁকে তো কেউ পাত্তা দেন না। নন্দিনী তো বিশাল ফেমাস হয়ে গিয়েছে। ভালোই কামাচ্ছে এসব থেকে। আমি জেলাস নই, কিন্তু ও যেহেতু জিন্স পরে ভালো কাজ করছে তাই চোখে লেগেছে। নইলে ওর মতো অনেক মেয়ে ওমন খাটে।'
এরপর তিনি বলেন, 'ওকে ফেমাস করছিস কেন? তাতে তোর কী ভালো হচ্ছে। ও দিদি নম্বর ওয়ানে গেল, তুই কোথায় গেলি? ওকে নিয়ে ভিডিয়ো বানালে কে ফেমাস হচ্ছে? তোমাদের হাতে যখন পাওয়ার আছে তখন অন্যদের ফেমাস করো। তা না ওর দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কিনা সুপার ওম্যান। তাহলে ভাই তোর মাও সুপার ওম্যান। তিনিও সারাদিন খাটেন। সুপার ওম্যান না, নন্দিনী দি সুপার ওম্যান। হয়ে গেছে ভাই থাম এবার।'
আরও পড়ুন: উইকেন্ডের আগেই পার্টি মুড অন! ফাইটারের গানে মেয়ের সঙ্গে আয়ুষ্মানের নাচ দেখে কী বললেন মুগ্ধ হৃতিক?
কে কী বলছেন?
অনেকেই সোনিয়া ওরফে চ্যাটার্জি দিদিকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'একদম ঠিক বলেছেন। বেশি বাড়াবাড়ি।' আরেকজন লেখেন, 'খুব ভালো বললেন। একজন কে পেয়েছে তাঁকে নিয়েই চলছে!'