বাংলা নিউজ > বায়োস্কোপ > Singer's Death: হোটেলের ঘর থেকে উদ্ধার জনপ্রিয় গায়িকার দেহ, মাত্র ২৯ বছর বয়সেই কেন এমন সিদ্ধান্ত?

Singer's Death: হোটেলের ঘর থেকে উদ্ধার জনপ্রিয় গায়িকার দেহ, মাত্র ২৯ বছর বয়সেই কেন এমন সিদ্ধান্ত?

গায়িকার আত্মহত্যা (প্রতীকি ছবি)

আগামী ২০ মে জেওলাবুক ডোর ওয়ানচু গুন-এ গোয়ানজুমিয়ন পিপলস ডে-অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল হাইসুর। তবে তার আগেই এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, হাইসু দক্ষিণ কোরিয়ার ট্রট ধারার গায়িকা, যে ধারাটি সেখানে বেশ জনপ্রিয়। হাইসুর জন্ম হয় ১৯৯৩ সালের ডিসেম্বরে, তাঁর পড়াশোনার বিষয়ই ছিল গান। ।

হোটেলের ঘর থেকে উদ্ধার হল কোরিয়ান পপ গায়িকার ঝুলন্ত দেহ। নাম হাইসু। মাত্র ২৯ বছর বয়সে জনপ্রিয় পপ গায়িকার এমন সিদ্ধান্তে হতবাক তাঁর দেশ দক্ষিণ কোরিয়া। যদিও দুদিন আগেই আত্মহত্যা করেছিলেন পপ গায়িকা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আসতে দেয়নি সেদেশের পুলিশ প্রশাসন।

আগামী ২০ মে জেওলাবুক ডোর ওয়ানচু গুন-এ গোয়ানজুমিয়ন পিপলস ডে-অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল হাইসুর। তবে তার আগেই এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, হাইসু দক্ষিণ কোরিয়ার ট্রট ধারার গায়িকা, যে ধারাটি সেখানে বেশ জনপ্রিয়। হাইসুর জন্ম হয় ১৯৯৩ সালের ডিসেম্বরে, তাঁর পড়াশোনার বিষয়ই ছিল গান। পানসোরি স্টাইল নামে একটি বিশেষ ধরনের আঙ্গিকে গান গাইতেন হাইসু। যেটি কিনা খানিকটা আমাদের দেশের গাথাকাব্যের ধাঁচের।

<p>দক্ষিণ কোরিয়ার গায়িকা হাইসু</p>

দক্ষিণ কোরিয়ার গায়িকা হাইসু

২০১৮ সালে গানের অ্যালবাম 'মাই লাইফ আই উইল' দিয়ে গানের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন হাইসু। পরবর্তী সময়ে ‘হ্যা্ং আউট উইথ ইউ’, ‘দ্যা ট্রট শো’, ‘এএম প্লাজা’,‘গেয়ো স্টেজ’ সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পান। তিনি KBS 2TV-এর অমর গানেও পারফর্ম করেছেন। গত ৪ বছর ধরে গানের দুনিয়ায় সাফল্যের শীর্ষে ছিলেন তিনি। তবে সাফল্যের সুখ বেশিদিন উপভোগ করতে পারলেন না গায়িকা। জানা যাচ্ছে, মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে যান হাইসু, তবে তাতে কী লেখা আছে, সেটি প্রকাশ্যে আসতে দেয়নি সেদেশের পুলিশ প্রশাসন। এমনকি গায়িকার পরিবার ও আত্মীয়দের পরিচয়ও গোপন রাখা হয়েছে।

বন্ধ করুন