বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree Ganguly: রাজকে সবার সামনে চুমু খাওয়ার পর এবার রগরগে প্রেম চান শুভশ্রী!

Subhashree Ganguly: রাজকে সবার সামনে চুমু খাওয়ার পর এবার রগরগে প্রেম চান শুভশ্রী!

চিনুন অচেনা শুভশ্রীকে

Subhashree Ganguly: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ইন্দুবালা ভাতের হোটেল। সেই সিরিজ মুক্তি পাওয়ার আগে কী জানালেন অভিনেত্রী?

ওয়েব দুনিয়ায় অভিষেক হতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই তিনি নারী দিবসের দিন, এক অনন্যা নারীর গল্পকে মুঠোফোনের পর্দায় নিয়ে আসবেন। বড়পর্দার দাপুটে অভিনেত্রী ধরা দেবেন একদম অন্যভাবে। ৮ মার্চ কল্লোল লাহিড়ীর গল্পের উপর ভিত্তি করে বানানো দেবালয় ভট্টাচার্যের সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল মুক্তি পাওয়ার আগে দেখুন ইন্দুবালা, ওরফে শুভশ্রী কী জানাচ্ছেন।

একদিকে সংসার, একদিকে দারুণ সব কাজ। জীবনকে কি অভিনেত্রী খানিক এভাবেই সাজাতে চেয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী আনন্দবাজারকে জানান, 'একদমই। নিজের জীবনটাকে এভাবেই দেখতে চেয়েছিলাম। ব্যক্তিগত জীবন তো অবশ্যই এভাবে দেখতে চেয়েছি, আর কাজের ক্ষেত্রে বলব সেটা ঈশ্বরের দান। আমি ঈশ্বরের কাছে কখনও কিছু চাইনি। কখনও বলিনি যে আমায় বড় বড় কাজ দাও, জাতীয় পুরস্কার দাও। যা পেয়েছি সবটাই তাঁর দান।'

তার মানে শুভশ্রী পুরস্কার চান না? তার কাছে কি পারিশ্রমিক তবে বেশি জরুরি? এই বিষয়ে তিনি বলেন, 'দুটোই গুরুত্বপূর্ণ। পারিশ্রমিক না থাকলে পেট চলবে না। আর পুরস্কার না থাকলে প্রেরণা জোগাবে কি? এটা আমাদের জীবিকা যেমন সেখানে আগামীতে ভালো কাজের জন্য প্রেরণার দরকার হয়।' তাঁর কাছে অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড হল যমজ।

এগারো বছর পর পুরনো প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আগের আর এখনের তুলনায় অনেক পার্থক্য নজরে পড়বে। আগে শ্রীকান্ত দার ( মোহতা) সঙ্গে দেখা করতে যেতাম ওয়াটার লুর অফিসে। এরপর ওদের অফিস হল আনোয়ার শাহ রোডের কাছে। এখন সাদার্ন অ্যাভিনিউতে। ওদের এই পুরো যাত্রার সাক্ষী থেকেছি আমি। এত বছর পর কাজ করছি আবার একসঙ্গে। ভালো লাগছে।'

৭৫ বছরের শুভশ্রীকে দেখে ছেলে কী বলল? উত্তরে অভিনেত্রী বলেন, 'লুক সেট করার পর যখন ইউভানকে ভিডিয়ো কল করি ও দু সেকেন্ডে আমায় চিনে ফেলে। এখন তো সিরিজের ট্রেলারও দেখেছে। বলেছে মাম্মাজি আগে দুর্গা সাজিলি, এবার ঠাম্মা সাজিলি?'

যদি অভিনেত্রী নিজে এই চরিত্র না করতেন তাহলে তিনি কাকে এই চরিত্রে দেখতে চাইতেন? এই প্রশ্নের উত্তরে স্পষ্ট জবাব দেন শুভশ্রী। বলেন, 'নিজেকে ছাড়া আর কাউকেই এই মুহূর্তে এই চরিত্রের জন্য ভাবতে পারছি না। পরিচালক আমায় বলেছিলেন এই চরিত্রে তোমায় ছাড়া কাউকে ভাবতে পারছি না। ফলে ইন্দুবালা আমিই।'

আগামীতে কেমন ছবিতে কাজ করতে চান ইন্দুবালা? বাণিজ্যিক ছবি নাকি অন্য ধারার ছবি? এই বিষয়ে তিনি বলেন, '

আগে অনেকের ধারণা ছিল শুভশ্রী অভিনয় পারে না। তাই অনেকেই তখন সুযোগ দেয়নি। আমি কারও ভুল ভাঙাতে পারব না। মানুষকে নিজেকে সাহস দেখাতে হবে। রাজ চক্রবর্তী দেখিয়েছিল সেটা। এখন যদি কেউ এসে পাঠান ছবিতে দীপিকাকে যে চরিত্রে দেখা গিয়েছিল তেমন কোনও চরিত্র দেন নিশ্চয় করব। আগে দেখতে হবে সেই চরিত্রের গভীরতা কতটা। এছাড়া আমি এখন একটা প্রেমের ছবি করতে চাই। একদম রগরগে প্রেমের ছবি। অনেকটা কবীর সিংয়ের মতো।'

 

বন্ধ করুন