বাংলা নিউজ > বায়োস্কোপ > Super Singer 3: ভালোবাসার সপ্তাহে নতুন চমক, ‘ঝিঙ্কুনাকুর’ এন্ট্রি আকৃতি কক্করের

Super Singer 3: ভালোবাসার সপ্তাহে নতুন চমক, ‘ঝিঙ্কুনাকুর’ এন্ট্রি আকৃতি কক্করের

সুপার সিঙ্গার সিজেন ৩

ভালোবাসা দিবসের সপ্তাহে সুপার সিঙ্গার সিজেন ৩-এর মঞ্চে থাকছে বিশেষ অতিথি আকৃতি কক্কর।

গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন থ্রি’। ভালোবাসার সপ্তাহে রিয়ালিটি শো-এর মধ্যে থাকছে বড় ধামাকা। 'সুপার সিঙ্গার সিজেন ৩’এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে থাকেন আকৃতি কক্কর। ইতিমধ্যে চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে নতুন প্রোমো। দেখা যাচ্ছে অতিথি হিসেবে হাজির হয়েছে ‘দ্য মিউজিক্যাল বিউটি’ আকৃতি কক্কর।

সুপার সিঙ্গার-এ ভালোবাসার সপ্তাহ। অনু মালিক তো প্রোমোর শুরুতেই জানিয়ে দিয়েছেন, ‘ম্যাজিক ম্যজিক ম্যাজিক’। এদিন ‘ঝিঙ্কুনাকুর’ গানের মধ্যে দিয়ে মঞ্চে প্রবেশ করতে দেখা যায় আকৃতিকে। তাঁদের গানের সঙ্গে জমজমাট ‘সুপার সিঙ্গার সিজন থ্রি’-এর মঞ্চ।

তেমনি মঞ্চে আগুন ঝরালেন বেহালার শুচিস্মিতা। ‘রাম চাহে লীলা চাহে..’ ভালোবাসার গান গেয়ে বিচারকদের মুগ্ধ করলেন তিনি। কিন্তু সে চমকে যায়, এক ভক্তের খুনসুটি দেখে। এই সিজনে বিচারক আসনে রয়েছেন কুমার শানু , সোনু নিগম এবং কৌশিকী চক্রবর্তী। উপরি পাওনা অনু মালিক। রিয়্যালিটি শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন যিশু সেনগুপ্ত। শনিবার এবং রবিবার, রাত সাড়ে ৯টায় টেলিকাস্ট হবে ‘সুপার সিঙ্গার’ সিজন ৩-এর এই বিশেষ পর্ব। 

বন্ধ করুন