বিশ্বকাপের আবহেই মুক্তি পেয়েছে সলমনের টাইগার ৩। শুরুটা দুর্দান্ত হলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে নিম্নমুখী ভাইজানের ছবির আয়। দিওয়ালির দিন অর্থাৎ ১২ই নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি, দ্বিতীয় রবিবার ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল কাঁটা হয়ে বিঁধল সলমনের গলায়। এদিন ম্যাচেই মন ছিল গোটা দেশের। স্বভাবতই হল ভারালেন না দর্শক।
মুক্তির পর শনিবার (১৯শে নভেম্বর) দেশজুড়ে টাইগার ৩-র ১৮.৫ কোটি টিকিট বিক্রি হয়েছিল। তবে রবিবারে এক ঝটকায় প্রায় ৫০% কমল ছবির কালেকশন। প্রাথমিক রিপোর্ট বলছে রবিবার মেরে কেটে ১০.২৫ কোটি টাকা আয় করবে যশ রাজ স্পাই ইউনিভার্সের এই ছবি। যা আট দিনের মধ্যে সবচেয়ে কম আয় টাইগার ৩-র। এর জেরে দেশের বক্স অফিসে টাইগার ৩-র আয় দাঁড়াবে ২২৯.৬৫ কোটি টাকা। বক্স অফিসে সলমন-ক্যাটকে টেক্কা দেওয়ার মতো কোনও ছবি নেই, তবে সুপার সানডে-তে বিশ্বকাপ ফাইনালের জন্যই এ হেন হাল ভাইজানের।
বিশ্বকাপ কতটা প্রভাবিত করেছে টাইগার ৩-র কালেকশনকে। এই নিয়ে সলমনকে প্রশ্ন করা হলে ফাইনালের আগে তিনি জানিয়েছিলেন, ‘প্রতিটা ম্যাচ ভারত জিতেছে। তার মাঝে আমরা যখনই হাজির হয়েছি, আমাদের কালেকশন বেড়েছে। এইবার কাপও ইন্ডিয়াই জিতবে, তারপর আপনারা সকলে থিয়েটারে ফিরবেন’। ভাইজানের এই ভবিষ্যতবাণী মেলেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
গত শুক্রবার দেশের বক্স অফিসে ২০০ কোটির মাইলস্টোন পার করতে সফল হয়েছিল টাইগার ৩। ওইদিন ছবির আয় ছিল ১৩.২৫ কোটি টাকা, শনিবার তা বেড়ে দাঁড়ায় ১৮.৫ কোটিতে। ডিসেম্বরের আগে বক্স অফিসে কোনও বড় রিলিজ নেই, তাই সলমনের কাছে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকলেও ভাগ্য যেন সাথ দিচ্ছে না ভাইজানের।
টাইগার ৩-র কালেকশন এক কথায় সন্তোষজনক। কিন্তু সাম্প্রতিক সময়ে শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা সানি দেওলের গদর ২-এর কথা মাথায় রাখলে হতাশ হবেন ভাইজান। কারণ আট দিনের মধ্যেই ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল এই দিন ছবি। তবে টাইগার ৩-র আয়ের গতি বলছে সেই কীর্তি ছুঁতে বেশ বেগ পেতে হবে এই ছবিকে।
দেশের বক্স অফিসে আট দিনে এই চার ছবির তুলনামূলক আয়-
পাঠান- ৩৪৬.৫০ কোটি টাকা
জওয়ান- ৩৮৯.৮৮ কোটি টাকা
গদর ২- ৩০৪.১৩ কোটি টাকা
টাইগার ৩- ২২৯.৬৫ কোটি টাকা (আনুমানিক)
এই তালিকা থেকেই স্পষ্ট পাঁচদিনের আয়ের নিরিখে পাঠানের সঙ্গে প্রায় ১১৬ কোটির ব্যাবধান টাইগার ৩-র। জওয়ানের চেয়ে আয়ের গ্যাপ আরও বেশি। এমনকি সানি দেওলের থেকেও অনেকটা পিছিয়ে রয়েছেন সলমন। শুধু দেশের মার্কেটেই নয়, বিশ্ব বক্স অফিসের লড়াইয়েও শাহরুখের চেয়ে অনেকখানি পিছিয়ে সলমন।
টাইগার ৩-র সঙ্গে ৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সলমন। সঙ্গী 'জোয়া' ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি। ছবির অন্যতম আকর্ষণ শাহরুখের ক্যামিও।