দীপাবলিতে আসছে 'ভাইজান'-এর 'টাইগার থ্রি'। ইতিমধ্যেই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। শুরু হয়ে অগ্রিম টিকিট বুকিং। গোটা দেশের পাশাপাশি কলকাতাতেও সিনেমাপ্রেমীরা টাইগার থ্রি দেখতে টিকিট বুক করা শুরু করেছেন। এরই মাঝে এল বড় খবর। শহরের দুটি বড় হলে দেখানো হবে না সলমন খানের এই ছবি। এই দুটি হল হল উত্তর কলকাতার স্টার থিয়েটার, দক্ষিণ কলকাতার নবীনা।
কিন্তু কেন এই দুটি হল দেখানো হবে না 'টাইগার থ্রি'?
নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি আনন্দবাজারকে জানান, তাঁর হলে পুজোর ছবি চলছে। টাইগার সব কটি শো দাবি করছিল, তাই তিনি রাজি হইনি। তবে শুক্রবার থেকে একটা ইংরাজি ও হিন্দি ছবি তিনি চালাবেন বলেও জানান।
আরও পড়ুন-বক্স অফিসে পর এবার OTT-তেও শাহরুখ জাদু, বিশ্বব্যাপী নতুন রেকর্ড গড়ল 'জওয়ান'
আরও পড়ুন-‘আমার সবটা শুধুই তোমার’, জাহ্নবীর প্রতি প্রেম নিয়ে এবার অকপট শিখর পাহাড়িয়া
আরও পড়ুন-বিয়ে করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি, পাত্র বিলিয়নেয়ার উদয় কোটাকের ছেলে জয় কোটাক
স্টার থিয়েটারের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি। স্টারের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় জানান, তিনি টাইগারের জন্য দুটি শো দিতে ইচ্ছুক ছিলেন। তবে টাইগার থ্রির ডিস্ট্রিবিউটররা তাতে রাজি নন। তিনি সাফ জানান, তিনি হল থেকে বাংলা ছবি তুলবেন না। তাঁদের প্রস্তাবে রাজি হলে টাইগার থ্রি চলতে পারে। জয় মুখোপাধ্যায়ের সাফ কথা, বাংলা ছবির পাশে দাঁড়ান কথাটা শুধু মুখে বললেই হবে, কাজেও তো করতে হবে।
এদিকে 'টাইগার-থ্রি'র মতোই 'পাঠান'-এর সময়ও' নো শো' পলিসি নিয়েছিল প্রযোজনা সংস্থা। অর্থাৎ যে হলে 'পাঠান' বা জওয়ান চলবে, সেখানে আর অন্য কোনও ছবি দেখানো যাবে না। আর এই দুটি ছবিরই প্রযোজক যশরাজ ফিল্মস। তবে শুধু নবীনা বা স্টার নয়, কলকাতার আরও বেশকিছু হলে নাকি টাইগার-থ্রি চলবে না। সেখানে চলবে বাংলা ছবি।
এদিকে তথ্য বলছে শুধুমাত্র অগ্রিম বুকিয়েই গোটা দেশে Tiger 3র ৮.৩ কোটি টাকার টিকিট বুক হয়েছে। মোট ২ লক্ষ ৭৪ হাজার টিকিট বিক্রি হয়েছে।