ওয়েব সিরিজ দেখার চল আজকাল বেড়েই চলেছে। হলে গিয়ে সিনেমা দেখার থেকে ওয়েব সিরিজের প্রতিই বেশি আগ্রহী বর্তমান প্রজন্ম। তাঁদের আগ্রহের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়বস্তুকে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে একাধিক সিরিজ। এসেছে একাধিক OTT প্ল্যার্টফর্ম। তবে হ্য়াঁ, নানান ওয়েব সিরিজের ভিড়ে কোনওটির জনপ্রিয়তা একটু বেশি, কোনওটির একটু কম।
সম্প্রতি এদেশে সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে IMDb। যেখানে রয়েছে ৫০টি সর্বাধিক জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের নাম। যেখানে শীর্ষে রয়েছে সেক্রেড গেমস, মির্জাপুর, স্ক্যাম, দ্য ফ্যামিলি ম্যান এবং অ্যাসপিরেন্টস এর নাম। IMDb-র তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ক্য়াপশানে লেখা হয়েছে, ‘IMDb বাছাইয়ে সর্বকালের সেরা ৫০টি সর্বাধিক জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকা এখানে রয়েছে! আপনার ওয়াচলিস্ট সম্পূর্ণ করতে এই পোস্টটি সংরক্ষণ মাধ্যমেই নির্বাচন করা হয়েছে। ২০১৮-র ১ জানুয়ারি থেকে ২০২৩-এর ১০ মে পর্যন্ত দর্শদের ভিউ-এর কথা মাথায় রেখেই এই তালিকা তৈরি করা হয়ছে।’
তা কোন ৫০টি ওয়েব সিরিজের নাম সর্বকালের সেরা হিসাবে বেছে নিয়েছে IMDb? চলুন দেখে নেওয়া যাক…
১) স্যাক্রেড গেমস, ২) মির্জাপুর ৩) স্ক্যাম 1992: দ্য হর্ষদ মেহতা স্টোরি ৪) দ্য়া ফ্যামিলি ম্যান ৫) অ্যাসপিরেন্টস ৬) ক্রিমিনাল জাস্টিস ৭) ব্রিথ ৮) কোটা ফ্যাক্টরি ৯) পঞ্চায়েত ১০) পাতাল লোক ১১) স্পেশাল ওপিএস ১২) অসূর-ওয়েলকাম টু ইউর ডার্ক সাইট ১৩) কলেজ রোম্যান্স ১৪)আফরান ১৫) ফ্লেম ১৬) ধিন্ডোরা ১৭)ফরজী ১৮) আশ্রম ১৯) ইনসাইড এজ ২০) আন্দেখী ২১) আর্যা ২২) গুল্লাক ২৩) টভি পিচার ২৪) রকেট বয়েজ, ২৫) দিল্লি ক্রাইম ২৬) ক্য়াম্পাস ডায়েরি ২৭) ব্রোকেন বাট বিউটিফুল ২৮) জামতারা: সবকা নম্বর আয়েগা ২৯) তাজা খবর ৩০)অভয় ৩১) হোস্টেল ডেজ ৩২) রংবাজ ৩৩) বন্দিস বন্দি ৩৪) মেড ইন হেভেন ৩৫) ইমম্যাচিওর ৩৬) লিটল থিংস ৩৭) নাইট ম্যানেজার ৩৮) ক্যান্ডি ৩৯) বিচ্চু কা খেলা ৪০) দহন: রাকন কা রহস্য ৪১) জেএল50 ৪২)রানা নাইডু ৪৩) রে ৪৪) সান ফ্লাওয়ার ৪৫) NCR ডেজ ৪৬)মহারাণী ৪৭) মুম্বই ডায়েরি ২৬/১১ ৪৮) চাচা বিধায়ক হ্যায় হুমারে ৪৯) ইয়ে মেরি পরিবার ৫০) আরণ্যক।
এদিকে IMDb-র তালিকার শীর্ষে 'সেক্রেড গেমস'-এর নাম থাকার জন্য প্রতিক্রিয়ায় সহ-পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে বলেন, ‘আমি সম্মানিত এহং আনন্দিত বোধ করছি যে IMDb ব্যবহারকারীদের দ্বারা সেক্রেড গেমসকে ১ নম্বরে স্থান দেওয়া হয়েছে। যাঁরা এই শোটি পছন্দ করেছেন তাঁদের এবং সিরিজের অভিনেতা, কলাকুশলী, দর্শক সকলকেই ধন্যবাদ।’