উত্সবের মরসুমে সিরিয়ালের টিআরপি বেশ খানিকটা তলানিতে। এসপ্তাহেও এখনও ১৫+ টিআরপি তালিকা প্রকাশিত হয়নি, তবে ২+ টিআরপি তালিকা সামনে এসেছে। সেই তালিকাতে স্পষ্টই দেখা যাচ্ছে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে। এমনকি ১০-এর নীচে নেমে গিয়েছে ‘মিঠাই’-এর রেটিং। যদিও সেরার সিংহাসন থেকে মিঠাই রানিকে টলানোর সাধ্যি কারুর নেই। এ সপ্তাহে ৯.৬ টিআরপি নিয়ে প্রথম জি বাংলার এই সিরিয়াল। কিন্তু তুফান মেল আর উচ্ছেবাবু-কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে যমুনা। কিছুটা নম্বর বাড়িয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল ‘যমুনা ঢাকি’ (৮.১)। সেরা পাঁচের বাকি জায়গাগুলিও দখলে রাখল জি বাংলা। তিন নম্বরে থাকল ‘উমা’, চতুর্থ স্থানে ‘রানি রাসমণি’ এবং পঞ্চম স্থানে ‘অপরাজিতা অপু’। টিআরপি তালিকায় দু ধাপ এগোলেও, রেটিং কমেছে সর্বজয়ার।
অন্যদিকে এসপ্তাহে ‘মন ফাগুন’ ভক্তদের জন্য খারাপ খবর। সেরা পাঁচের লড়াই থেকে ছিটকে গেল এই সিরিয়াল। চলতি সপ্তাহে আট নম্বরে নেমে গেল শন-সৃজলা জুটির ‘মন ফাগুন’। স্টার জলসার তরফে এবার চ্যানেল টপার ‘ধুলোকণা’। ৬.১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইন্দ্রাশিস-মানালি অভিনীত এই ধারাবাহিক।
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
মিঠাই- ৯.৬ (প্রথম)
যমুনা ঢাকি- ৮.১ (দ্বিতীয়)
উমা- ৭.৪ (তৃতীয়)
রানি রাসমণি- ৭.৩ (চতুর্থ)
অপরাজিতা অপু- ৭.২ (পঞ্চম)
সর্বজয়া- ৬.৫ (ষষ্ঠ)
ধুলোকণা- ৬.২ (সপ্তম)
মন ফাগুন- ৬.১ (অষ্টম)
খড়কুটো- ৫.৯ (নবম)
কৃষ্ণকলি- ৫.৭ (দশম)
উল্লেখ্য, নীল ভট্টাচার্যের দুই সিরিয়াল ‘উমা’ ও ‘কৃষ্ণকলি’ দুটোই সেরা দশের তালিকায় একটানা জায়গা ধরে রেখেছে।