বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: চ্যানেল টপার ‘ফেরারি মন’, TRP-র দৌড়ে বাকিদের কতটা টেক্কা দিল কালার্স বাংলার মেগা?

TRP List: চ্যানেল টপার ‘ফেরারি মন’, TRP-র দৌড়ে বাকিদের কতটা টেক্কা দিল কালার্স বাংলার মেগা?

মুখ্য দুই চ্যানেলের থেকে লড়াইতে অনেকটাই পিছিয়ে এই সকল মেগা

স্টার জলসা-জি বাংলা'কে TRP-র দৌড়ে কতটা টেক্কা দিল কালার্স বাংলা ও সান বাংলার মেগা সিরিয়ালগুলি? চটপট দেখুন এখনই-

বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনের সাপ্তাহিক রিপোর্ট কার্ড আসার দিন। এদিনও ট্রেন্ড মেনে বেঙ্গল টপারের খেতাব জিতেছে ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার ঝুলিতে প্রাপ্ত নম্বর ৮.১। আইপিএলের মরসুমেরও ‘অনুরাগের ছোঁয়া’ থেকে চোখ সরছে না বাঙালি দর্শকদের। টিআরপি তালিকায় (TRP List) একটু এদিক থেকে ওদিক হলেই হয় স্লট বদলের ধাক্কা না হলে অকালেই সিরিয়াল শেষ হওয়া। প্রধান দুই চ্যানেল স্টার জলসা ও জি বাংলার সারাক্ষণের রেষারেষির মাঝে আরও বেশ কিছু মেগা আছে তা নিয়মিত দেখেন দর্শক। তা হল অপর দুই বাংলা বিনোদনের চ্যানেল কালার্স বাংলা (Colors Bangla) ও সান বাংলার (Sun Bangla) মেগা। 

কালার্স বাংলার বেশ কিছু ধারাবাহিক দর্শকেদর খুব পছন্দের। টিআরপি-র দৌড়ে প্রধান দুই চ্যানেলের সঙ্গে এঁটে উঠতে না পারলেও সদ্য শেষ হওয়া ‘ইন্দ্রাণী’, ‘ফেরারি মন’-এর মতো ধারাবাহিকগুলো নিয়মিত দেখেন দর্শকরা। আপতত কালার্স বাংলার চ্যানেলের টিআরপি দৌড়ে সবচেয়ে এগিয়ে ‘ফেরারি মন’। তুলসী-অগ্নির রসায়ন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে দর্শক।  ০.৮৬ রেটিং নিয়ে চ্যানেল সেরা এই মেগা। অন্যদিকে সোহাগ আর চাঁদের ‘ওজনদার’ দাম্পত্যের গল্পও জমজমাট। ০.৭৯ রেটিং নিয়ে চ্যানেলে দু-নম্বরে এই মেগা। বাকিরা কে কোথায় দেখেন নিন-

কালার্স বাংলা-

ফেরারি মন (০.৮৬) [চ্যানেল সেরা]

সোহাগ চাঁদ (০.৭৯)

টুম্পা অটোওয়ালী (০.৫৩)

তুমি যে আমার মা (০.৫৯)

ইন্দ্রানী (০.৫১)

নায়িকা নম্বর ১ (০.৪৮)

গত সপ্তাহেই ‘ইন্দ্রাণী’র জায়গায় শুরু হয়েছে নতুন মেগা ‘রাম কৃষ্ণা’। ব্রহ্মচারী রামের ধ্যানভঙ্গ করে কীভাবে তাঁকে প্রেমের এবিসিডি শেখাবে কৃষ্ণা, তাই নিয়েই এই কাহিনি। ৮টা-র স্লটে শুরু হওয়া এই নতুন কাহিনি ‘ফেরারি মন’কে কতখানি টক্কর দেবে টিআরপি-র খেলায় সেটাই দেখবার আগামী সপ্তাহে। 

আরও পড়ুন- মুকুটে কি আরও কমল অনুরাগের ছোঁয়ার টিআরপি, হেরেই গেল জগদ্ধাত্রীর কাছে?

সান বাংলার মেগা সিরিয়ালগুলোর মধ্য়ে সবচেয়ে বেশি নম্বর নিয়ে প্রথম ‘ফাগুনের মোহনা’ (০.৯৪)। কার্লাসের ফেরারি মনের চেয়েও বেশি নম্বর দখলে এই মেগার। দ্বিতীয় স্থানে রয়েছে ‘সাথী’। 

বাকিদের অবস্থান কী? দেখে নিন এক নজরে-

সান বাংলা

ফাগুনের মোহনা (০.৯৪) [চ্যানেল সেরা]

সাথী (০.৬৫)

সুন্দরী (০.৫০)

মেঘে ঢাকা তারা (০.৪৪)

আলোর ঠিকানা (০.৪৪)

নয়নতারা (০.৩০)

আশ্চর্যজনকভাবে দেবাদৃতা এবং জনের মতো নামী তারকা থাকা সত্ত্বেও একদম তলানিতে ‘আলোর ঠিকানা’র টিআরপি। মাত্র ০.৪৪ নম্বর ঝুলিতে রয়েছে এই মেগার। 

 

বন্ধ করুন