‘চন্দ্রবিন্দু’র গায়ক উপল সেনগুপ্তকে কে না চেনেন! তবে এবার একটু অন্যভাবে সামনে আসতে চলেছেন উপল। এবার ছবি বানাতে চলেছেন উপল সেনগুপ্ত। প্রযোজক হিসাবে সিনেমার দুনিয়ায় আসতে চলেছেন তিনি। উপলের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি 'মিরাজ'। যেটি কিনা একটি অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্যের ছবি।
'মিরাজ'-এর প্রযোজনায় উপলের সঙ্গে রয়েছে বন্ধু উদায়ন ভট্টাচার্য, দেবাদিত্য চট্টোপাধ্যায় ও পুষাণ চক্রবর্কী। জানা যাচ্ছে ছবি তৈরির কাজ প্রায় শেষ। নামী ওটিটি প্ল্যার্টফর্মে মুক্তি পাবে এই ছবি। স্মার্টফোনের আসক্তি মানুষের কতটা ক্ষতি করতে পারে, সেটাই এই ছবিতে তুলে ধরা হবে। পাশাপাশি ছবিতে আরও কিছু সামাজিক বার্তা দেওয়া হবে বলে খবর।
আরও পড়ুন-মায়ের ‘পায়ে’ খরচ করতে চান পুরস্কারের টাকা, সুপার সিঙ্গার শুভদীপের আছে আরও স্বপ্ন
আরও পড়ুন-রূপান্তরকামী প্রতিযোগী হওয়ার কারণেই এত্ত আলোচনা? কী মত 'সুপার সিঙ্গার' অন্বেষার
ছবির গল্পে দেখানো হবে একজন যুবক কীভাবে মরুভূমিতে ভিডিয়ো গেমে মগ্ন হয়ে থাকার কারণে, কীভাবে বিপদের মুখে পড়ে সংকটে পড়েছিলেন। ছবির গল্পও লিখেছেন উপল। ছবির পরিচালনা ও অন্যিমেশনের দায়িত্বও রয়েছেন পুষাণ চক্রবর্তী ও তাঁর টিম। ব্যকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
নিজের ছবি প্রসঙ্গে উপল সেনগুপ্ত বলেন, ‘ছোটবেলা থেকে তিনটে স্বপ্ন ছিল, মঞ্চে অভিনয় করা, কমিক স্ট্রিপ তৈরি করা, আর অ্যানিমেশন ছবি তৈরি করা। বেশ কয়েকবছর ধরে মঞ্চে অভিনয় করছি, পুচকি ও কুকির সঙ্গে আমার কমিক স্ট্রিপ তৈরির স্বপ্ন পূরণ হয়েছে, আর এবার অ্যানিমেটেড শর্ট ফিল্ম তৈরির সুযোগ এসেছে। আর মিরাজ ছবির ভাবনা এসেছিল ৪ বছর আগে। খবরে পড়েছিলাম, এক যুবক অ্যাপেলের আইফোন কেনার জন্য নিজের কিডনি বিক্রি করেছিলেন। সেটা পড়ার পরই বিষয়টা মাথায় এসেছিল।’