বাংলা নিউজ > বায়োস্কোপ > রাত তিনটের সময় লুকিয়ে অ্যাডাল্ট ফিল্ম দেখছিলেন বিক্রান্ত, ধরে ফেললেন মাসি!

রাত তিনটের সময় লুকিয়ে অ্যাডাল্ট ফিল্ম দেখছিলেন বিক্রান্ত, ধরে ফেললেন মাসি!

বিক্রান্ত মাসে। ‘হসিনা দিলরুবার একটি দৃশ্যে বিক্রান্ত ও তাপসী’। 

‘হাসিনা দিলরুবা’তে বিক্রান্ত মাসে ও তাপসী পান্নুর ঘনিষ্ট দৃশ্য নজর কড়েছে সকলের। ট্রেলার দেখেই বড় চমক পেয়েছেন দর্শক। আর সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ছোটবেলায় বাড়ির সকলের কাছ থেকে লুকিয়ে অ্যাডাল্ট ফিল্ম দেখা ও মাসির হাতে ধরা পড়ে যাওয়ার মজার ও লজ্জার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা। 

বিক্রান্ত জানিয়েছেন সে সময় তিনি ছিলেন দিদার বাড়িতে। আর একদিন সব ভাইবোনরা মিলে একটা ঘরে রাত তিনটের সময় দেখছিলেন ‘অ্যাডাল্ট ছবি’। আর সে সময়তেই হঠাৎ ঘরে চলে আসেন বিক্রান্তের মাসি। আর বাড়ির বড় কোনও সদস্য সে সময় ঘরে আসতে পারে একথা ভাবতেই পারেননি বিক্রান্ত ও তাঁর ভাই-বোনেরা। অভিনেতার কথায়, ‘খুব লজ্জাজনক একটা পরিস্থিতি ছিল। এরপরও বেশ কিছুদিন দিদার বাড়িতে ছিলাম। এক গ্লাস জল চেয়ে খাওয়া হোক বা অন্য কিছু, মাসির চোখে চোখ রাখতে পারছিলাম না।’

এরপর মজার ছলে বিক্রান্ত জানান, ‘আমার মাসিকে অবশ্য খুব দয়ালু বলতে হবে। এই নিয়ে বাড়ি অন্য কাওকে বা আমার মা-কে কিচ্ছু জানায়নি। হয়তো মাসি বুঝেছিল বাড়ির বাচ্চারা এবার ধীরে ধীরে বড় হচ্ছে।’

এই নিয়ে কথা বলেন তাপসীও। তাঁর কথায় বাড়িতে তিনি ও তাঁর বোন যখন সবার সঙ্গে বসে টিভি দেখতেন, তখন ঘনিষ্ঠ কোনও দৃশ্য এলেই সবাই অপ্রস্তুত হয়ে পড়ত। ‘আমি আর বোন কী করব বুঝতে না পেরে একে-অপরের দিকে তাকিয়ে থাকতাম’, জানান তাপসী। 

বন্ধ করুন