আইসিসি ওয়ার্ল্ড কাপে জেতার ট্রেন্ড বজায় রাখল ভারত। শ্রীলঙ্কাকে দুরমুশ করার পর এবার দক্ষিণ আফ্রিকাকেও বিপুল ব্যবধানে হারাল ভারত। জয় নিশ্চিত জেনেই এদিন মাঠে বিরাটকে খোশমেজাজে দেখা গেল তার উপর আবার জন্মদিন বলে কথা। তাই তো এদিন কখনও কখনও জমিয়ে নাচলেন বলিউডি গানে। কী কী গানে নাচলেন বিরাট?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে বিরাটের নাচ
এদিন বিরাটকে একাধিকবার বলিউডের গানে মাঠে নাচতে দেখা গেল। পছন্দসই গান বাজলেই খোশমেজাজে তাতে দুলে উঠলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন তাঁকে শাহরুখ খান অভিনীত জওয়ান ছবির চালেয়া গানে নাচতে দেখা যায়। এই গানটির যে হুক স্টেপ আছে সেটাই তাঁকে করতে দেখা যায়। শুধুই কি তাই? এদিন তাঁকে তাঁর বেটার হাফ অনুষ্কা শর্মার একটি ছবির গানেও নাচ করতে দেখা যায়। ব্যান্ড বাজা বারাত ছবির অ্যাভি অ্যাভি গানেও নাচ করেন বিরাট। তাঁর নাচ দেখে গোটা স্টেডিয়াম চিৎকারে ভেসে যায়। সোশ্যাল মিডিয়ায় এখন তাঁর এই নাচের ক্লিপ দারুণ ভাইরাল। এদিন চালেয়ার সুরে নাচার পর শাহরুখের বিখ্যাত পোজ দিতেও দেখা যায় বিরাট কোহলিকে।
আরও পড়ুন: ৩৫ এ পা বিরাটের, ডানহাতি ব্যাটসম্যানের ছোটবেলার এই ছবিগুলি দেখেছেন?
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে গান গাইতে গাইতে 'আই লাভ ইউ' বলে চিৎকার অরিজিতের, উত্তরে কী বললেন বিরাট?
ভক্তরা কী বলছেন?
এদিন বিরাটের কাণ্ড দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'শীঘ্রই শাহরুখ খান এবং বিরাট কোহলিকে একত্রে দেখতে চাই।' 'কোহলির এই মেজাজটাই সেরা লাগে' মত আরেকজনের। 'বিরাট যেভাবে নাচে তাতে কি তাঁকে আগামীতে কোনও বলিউড ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে?' প্রশ্ন এক নেটিজেনের।
বিরাট কোহলির জন্মদিন
৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ৩৫ বছরে পা দিলেন এই ভারতীয় ক্রিকেটার। অনুষ্কা এদিন তাঁর একাধিক ছবি পোস্ট শুভেচ্ছা জানান। উত্তর দেন বিরাটও। তবে নিজের জন্মদিনে এদিন বিরাট যেন নিজেই নিজেকে উপহার দিলেন, তাও শ্রেষ্ঠ উপহার। এদিন তিনি ফের সেঞ্চুরি করেন। তাঁর কেরিয়ারে ওডিআইয়ের ৪৯ তম সেঞ্চুরি করে এদিন তিনি ছুঁয়ে ফেলেন মাস্টার ব্লাস্টার অর্থাৎ সচিন তেন্ডুলকরকে। উচ্ছ্বাসে ভেসে যায় গোটা স্টেডিয়াম।