যুদ্ধ বাঁধতে চলল বলে..। আর সেই যুদ্ধ ক্ষেত্রে হৃত্বিকের সামনে এসে দাঁড়িয়ে জুনিয়র NTR। হ্যাঁ, ঠিকই ধরেছেন যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি 'ওয়ার-২'-তে দেখা যাবে জুনিয়ার এনটিআর-কে। আর এখবর ভাইরাল হওয়ার সঙ্গেই সামনে এসেছে ছবির প্রথম ঝলক।
ছবির পোস্টারের অর্ধেকাংশে হৃত্বিক রোশন, বাকি অর্ধেকাংশে রয়েছেন জুনিয়ার এনটিআরের মুখ। সাদাকালো ছবির মাঝে লাল কালিতে লেখা ওয়ার-২। আর এতেই স্পষ্ট এই যুদ্ধে এবার বলিউডের গ্রিক গডের প্রতিপক্ষ তিনিই। হৃত্বিক এবং জুনিয়ার এনটিআর-এর ওয়ার-২তে একসঙ্গে কাজ করার খবর টুইট করেছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। এখবর সামনে আসার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এবিষয়ে নেটনাগরিকদের বিভিন্ন মন্তব্য উঠে এসেছে। প্রসঙ্গত ‘নাটু নাটু’র অস্কার জেতার পর জুনিয়র NTR-এখন দেশ তথা আন্তর্জাতিক মহলেও পরিচিত নাম। আর WAR-2-র হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণের এই তারকা।
আরও পড়ুন-পোশাক খুলে ফেললেন, ৫৭-র সলমনকে এভাবে দেখে থমকে গেল নেটপাড়া…
আরও পড়ুন-নিছকই সহবাস নয়, অর্জুনের সঙ্গে এবার ছাঁদনাতলায় যেতে প্রস্তুত, জানালেন মালাইকা
এদিকে দক্ষিণের একটি ছবিতে জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বেঁছে কাজ করতে চলেছেন জুনিয়র NTR। জাহ্নবী-জুনিয়র এনটিআর-এর জুটি নিয়ে আলোচনার মাঝেই সামনে এসেছে ওয়ার-২র এই চমক।
এদিকে ৪ এপ্রিল মঙ্গলবারই জানা গিয়েছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ওয়ার ২-র পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়। আর তাতেই মুখ্য ভূমিকায় থাকবেন হৃতিক রোশন। প্রসঙ্গত, ওয়ার-২ হতে চলেছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি। টাইগার-থ্রির ঠিক পরেই আসতে চলেছে এই ছবি। যদিও ছবির পরিচালক হিসাবে অয়ন মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ায় অনেকেই অবশ্য বিশেষ খুশি নন। কেউ বলেছেন 'খুব খারাপ বাছাই'। কেউ লিখেছেন, ‘এই ছবিতেই আবার টাইগার, পাঠান দুজনেই ক্যামিও হিসাবে থাকছেন।’