বাংলা নিউজ > বায়োস্কোপ > Raju Srivastav passes away: কেন মনে থেকে যাবেন রাজু? দেখে নিন কৌতুকশিল্পীর সেরা কিছু মজার ভিডিয়ো

Raju Srivastav passes away: কেন মনে থেকে যাবেন রাজু? দেখে নিন কৌতুকশিল্পীর সেরা কিছু মজার ভিডিয়ো

রাজু শ্রীবাস্তব (ফাইল ছবি)

Raju Srivastava passes away: রাজু শ্রীবাস্তবের সেরা কিছু মুহূর্তের ভিডিয়ো দেখে নিন এখানে।

পথ চলা শেষ হল রাজু শ্রীবাস্তবের। বুধবার সকালে দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত কৌতুক অভিনেতা।

কিন্তু কেন তাঁকে মনে রাখবে অনুরাগীরা? রইল তেমনই কয়েকটি উল্লেখযোগ্য ভিডিয়ো।

এছাড়া বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেন তিনি। তালিকায় রয়েছে ‘বাজিগর’ থেকে ‘মেয়নে পেয়ার কিয়া’।

কাদের খানের সঙ্গে তাঁর অভিনয় এক সময়ে নজর কেড়েছিল বহু দর্শকের। এছাড়া আরও বহু ছবিতেও কাজ করেছেন তিনি।

এর পাশাপাশি ‘শক্তিমান’ ধারাবাহিকে গজধরের ভূমিকায় তাঁর অভিনয় মন জয় করেছিল অনেকেরই।

এই সব ভিডিয়োর জন্য মনে থেকে যাবেন রাজু শ্রীবাস্তব। 

বন্ধ করুন