বাংলা নিউজ > টুকিটাকি > ৯২ শতাংশ মহিলা তাঁদের স্বাস্থ্য নিয়ে সচেতন হলেও চিকিৎসা নিয়ে নন! কী বলছে রিপোর্ট?

৯২ শতাংশ মহিলা তাঁদের স্বাস্থ্য নিয়ে সচেতন হলেও চিকিৎসা নিয়ে নন! কী বলছে রিপোর্ট?

৯২ শতাংশ মহিলা তাঁদের স্বাস্থ্য নিয়ে সচেতন হলেও চিকিৎসা নিয়ে নন! কী বলছে রিপোর্ট?

বহু মহিলাই চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে নিজে নিজে ঘরোয়া চিকিৎসায় মন দেন বলছে সমীক্ষার তথ্য। সমীক্ষা থেকে উঠে আসা তথ্যে বলা হচ্ছে, ভাল খাবার খাওয়া, রোজ ব্যায়াম করা, আর চিন্তা বা স্ট্রেস কম রাখলেই শরীর সুস্থ থাকবে।

সদ্য 'মাদারহুড হাসপাতাল'-এর তরফে একটি সমীক্ষা বলছে, প্রায় ৯২ শতাংশ মহিলা নিজের মানসিক ও সংবেদনশীল স্বাস্থ্যের বিষয়ে সচেতন হলেও তাঁরা তা নিয়ে সুশ্রুষার বিষয়ে উদ্যোগ নেন না। সমীক্ষা বলছে, পরিবারের মহিলা সদস্যদের সঙ্গেই এই শতাংশের অর্ধেক মহিলা তাঁদের যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলতে পছন্দ করেন। আর বাকি অর্ধেকাংশ এই বিষয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করতে পছন্দ করেন।

এই গোটা সমীক্ষাটি আয়োজন করা হয়েছে মহিলা স্বাস্থ্যকে মাথায় রেখে। এই হাসপাতাল কর্তৃপক্ষ মূলত নিজের গ্রাহকদের মানসিকতার গতিবিধি বুঝতে চেয়ে এই সমীক্ষা শুরু করে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে মহিলাদের মানসিক স্বাস্থ্য বিভিন্নভাবে প্রভাবিত হয় বহু ফ্যাক্টরের দ্বারা। সমীক্ষায় দেখা যাচ্ছে শুধুমাত্র ১১ শতাংশ মহিলা নিয়মিত নারীরোগ সম্পর্কিত চেক-আপের জন্য যান। ৫৫ শতাংশ ভারতীয় মহিলা শুধুমাত্র গর্ভাবস্থা সংক্রান্ত উদ্বেগের জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান, যেখানে ২২ শতাংশ মাসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য যান। অমরাবতীতে শিরোচ্ছেদ কাণ্ডে তদন্তের দায়িত্বভার গ্রহণ NIA-এর

এছাড়াও দেখা যাচ্ছে, মাত্র ৩৩ শতাংশ মহিলা এক বা দুই সপ্তাহ পরে ফলোআপ চেকআপের জন্য বেছে নিয়েছেন, যেখানে ৩৩ শতাংশ বলেছেন না এবং বাকি ৩৩ শতাংশ অনিশ্চিত ছিলেন। বহু মহিলাই চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে নিজে নিজে ঘরোয়া চিকিৎসায় মন দেন  বলছে সমীক্ষার তথ্য। সমীক্ষা থেকে উঠে আসা তথ্যে বলা হচ্ছে, ভাল খাবার খাওয়া, রোজ ব্যায়াম করা, আর চিন্তা বা স্ট্রেস কম রাখলেই শরীর সুস্থ থাকবে।

 

বন্ধ করুন