সপ্তাহ প্রায় শেষে মুখে। এদিকে গরমও কমেছে। এই সময়ে মন ভালো হতে বাধ্য। তার মধ্যে যদি দিনের সেরা ৫ জোকস পড়ার সুযোগ পান, তাহলে তো কথাই নেই।
১। বৃদ্ধ দম্পতি গল্প করছেন। দু’জনের ভুলো মন।
বৃদ্ধা: আজ একটা আইসক্রিম নিয়ে এসো তো। আর কাগজে লিখে নিয়ে যাও। তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।
বৃদ্ধ: তোমার মতো এত তাড়াতাড়ি আমি ভুলি না।
এ কথা বলে বৃদ্ধ চলে গেলেন বাজার। ২ ঘণ্টা পর তিনি পাউরুটি হাতে নিয়ে ফিরলেন। তা দেখে বৃদ্ধা রেগে বললেন: বারবার বললাম লিখে নিয়ে যাও। চাইলাম চাউমিন আর এনেছো পাউরুটি।
(আরও পড়ুন: ছুটির দিনে দিলখোলা হাসি হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। লোডশেডিং। ঘর অন্ধকার। স্বামী-স্ত্রী তাদের সন্তানকে নিয়ে বসে আছে। এক সময়ে স্ত্রী শিশুটিকে স্বামীর কাছে দিলো। স্ত্রী অনেক ক্ষণ পর স্বামীর কাছ থাকা বাচ্চাকে কোলে নিতে চাইল।
স্ত্রী: ওগো, আমি কি বাবুকে এবার একটু কোলে নিতে পারি?
স্বামী: ওর কাঁদার জন্য অপেক্ষা করো।
স্ত্রী: কেন? কী হয়েছে?
স্বামী: আমি ওকে খুঁজে পাচ্ছি না।
(আরও পড়ুন: গরম বাড়ছে, কিন্তু মন থাকুক ঠান্ডা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর খুব হেসে নিন)
৩। সংসারি এক ব্যক্তি গিয়েছেন গুরুদেবের সঙ্গে দেখা করতে।
ব্যক্তি: হে গুরুদেব! মৌনব্রত কী?
গুরুদেব: বৎস! মুখে কুলুপ এঁটে রাখাকে আমরা মৌনব্রত বলি।
ব্যক্তি: গুরুদেব, ওটাকে তো আমরা বিয়ে বলি।
(আরও পড়ুন: সপ্তাহের শুরু হোক জবরদস্ত হাসি হেসে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠান অন্যদেরও)
৪। স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছে না অনেক দিন। ফলে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া চলছে আদালতে। সেখানে তাদের ছোট্ট ছেলেকে প্রশ্ন করা হল: তুমি কার সঙ্গে থাকতে চাও? বাবার সঙ্গে, নাকি মায়ের সঙ্গে?
ছেলে: তার সঙ্গে থাকবো, যার ভাগে কম্পিউটার পড়বে।
(আরও পড়ুন: হাসিটুকু থাক! মন ভালো করতে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৫। স্ত্রী: কাল তুমি পাশের বাড়ির ওই মহিলার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলে?
স্বামী: কী করব বলো, আজকালকার যা সব সিনেমা! পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। তাই অন্য পরিবারের একজনকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম।