দু'টি আপেল সমানভাবে ভাগ করে তিনজনকে দিতে হবে। শর্ত হল, একবারই মারা যাবে ছুরির কোপ। ভাগ হবে সমান। এমন চ্যালেঞ্জ কি আপনি নিতে পারবেন? এই নয়া চ্যালেঞ্জ নিয়েই নয়া ব্রেন টিজারে বুঁদ নেটপাড়া। সেখানে এই সমস্যার সমাধান করতে গিয়ে নানান উত্তর উঠে আসছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, এই সমস্যা সমাধানে 'আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স'- নির্ভর চ্যাট জিপিটির উত্তর!
‘নো কনটেস্ট হিউম্যানস’ এর তরফে এই ভাইরাল এই পোস্টটি উঠে এসেছে। সেখানে চ্যালেঞ্জের সুরে বলা হয়েছে, শুধুমাত্র ৬ শতাংশই পারবেন, এই সমস্যা সমাধান করতে। ছুরির এক কোপে দুটি আপেল সমানভাবে ভাগ করে তিনজনের মধ্যে দেওয়াটা সত্যিই কঠিন ব্যাপার! তবে আগে দেখে নেওয়া যাক, পোস্টের ওভারলেতে কী লেখা রয়েছে। সেখানে বলা হচ্ছে, ‘মাত্র ৬% এই ধাঁধাটি পারবেন। এই তিনজন দুটি আপেল সমানভাবে ভাগ করতে চায়, আপনি কীভাবে ছুরির একটি স্ট্রোক ব্যবহার করে এটি করতে পারেন, দেখুন।’ যে ব্রেন টিজার নিয়ে এই আলোচনা, তাতে দেখা যাচ্ছে, তিনজন ব্যক্তি টেবিলে রাখা ২ টি অ্যাপেলের সামনে দাঁড়িয়ে। আর সেখানে একটি ছুরি রয়েছে। তারা জানতে চাইছেন, যে কীভাবে খুব তাড়াতাড়ি ওই অ্যাপেল তিনভাগে সমান করে কেটে নেওয়া যাবে একটি মাত্র কোপে।
জুলাই মাসের ১১ তারিখে এই পোস্টটি সামনে আসে। সেখানে ২৭.৬ মিলিয়ন মানুষ ওই পোস্ট দেখেছেন বলে দেখানো হয়েছে। এই ব্রেন টিজার দেখে অনেকেই শেয়ার করেছেন তাঁদের উত্তর। একজন পরামর্শ দিচ্ছেন, দুটি আপেল শক্তভাবে একটির উপরে অন্যটির উপরে রাখুন। একসাথে উভয় আপেলের মধ্য দিয়ে ১/৩ স্লাইস করুন। দুই ব্যক্তি একটি আপেলের ২/৩ ভাগ পান। তৃতীয় ব্যক্তি একটি আপেলের ১/৩ এবং অন্য আপেলের ১/৩ পায়। তবে এই নিয়ে অপরজন বলছেন, এটি ঠিক ঘটনা নয়।
এদিকে, সবের শেষে সবার নজর পড়েছে চ্যাট জিপিটির উত্তরে। চ্যাট জিপিটি বলছে, একটি আপেল অন্যটির উপরে রাখুন, দুটি আপেলের স্তুপ তৈরি করুন। এক কোপে ছুরি ব্যবহার করে পর পর রাখা আপেলের মাঝখানে একটি একক অনুভূমিক ছেদ তৈরি করুন। স্তূপে থাকা আপেল আলাদা করে নিন। একটিকে একপাশে রাখুন। আপনার কাছে এবার একটি সম্পূর্ণ আপেল আর একটি আপেলের অর্ধেক রয়েছে। এবার অর্ধেক আপেলটি দুটি ভাগে ভেঙে নিন। একটি পুরো ভাগের সঙ্গে ওই অর্ধেক আপেলের একটি করে অংশ সকলকে দিয়ে দিন।