Dol 2023 mobile phone safety: দোলের দিন রং খেলতে খেলতে মাঝে মাঝেই খেয়াল থাকে না ফোন, ঘড়ি ইত্যাদির। এদিকে এগুলির ক্ষতি হলে বড় ক্ষতি হয়ে যায়। রং খেলার সময় কীভাবে এইগুলির খেয়াল রাখবেন জেনে নিন।
1/5দোলের দিন রং খেলতে খেলতে মাঝে মাঝেই খেয়াল থাকে না ফোন, ঘড়ি ইত্যাদি সঙ্গে রয়েছে। এগুলির ক্ষতি হলে বড় ক্ষতি হয়ে যায়। রং খেলার সময় কীভাবে এইগুলির খেয়াল রাখবেন জেনে নিন।
2/5ব্যাগে ভরে নিন: রং খেলা শুরুর আগেই ফোন, ঘড়ি সব ব্যাগের মধ্যে ভরে নিন। এতে রং লেগে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। ব্যাগে ভরে মুখটি ভালো করে বন্ধ করে দিতে হবে।
3/5টেপ লাগিয়ে নিন: একটি প্লাস্টিকে ভরে নিয়ে টেপ লাগিয়ে নিতে হবে। নয়তো এর মধ্যে রং জল ঢুকে যেতে পারে। টেপ লাগানোর সময় একাধিকবার প্যাঁচ দেওয়া ভালো। এতে যন্ত্রগুলি সুরক্ষিত থাকে।
4/5ফোন সাইলেন্ট রাখুন: ফোনের স্পিকারে জল লাগলে স্পিকার নষ্ট হয়ে যেতে পারে। তাই ফোন সাইলেন্ট রাখুন। এতে জল লাগলেও স্পিকার নষ্ট হবে না।
5/5বায়োমেট্রিক লক বন্ধ করে রাখুন: ফোনের বায়োমেট্রিক লক বন্ধ করে রাখা ভালো। এতে সহজে ফোন খুলতে সুবিধা হয়। পারলে লকটিও কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন। তবে এই সময় ফোন হাতছাড়া করবেন না।