বাংলা নিউজ > টুকিটাকি > আপনি কি নিয়মিত টাই পরেন? জানেন কত বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছেন

আপনি কি নিয়মিত টাই পরেন? জানেন কত বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছেন

নিয়মিত টাই পরার অভ্যাস থাকলে সাবধান হন

সম্প্রতি এক গবেষণা থেকে জানা গিয়েছে, নিয়মিত টাই পরলে নানা ধরনে জটিল রোগ হতে পারে। জেনে নিন, কোন কোন সমস্যার মুখে পড়তে পারেন আপনি। 

অনেকেই আছেন, যাঁদের কর্মক্ষেত্রে পোশাকের সঙ্গে টাই পরা জরুরি। আবার অনেকে এমনও আছেন, যাঁরা কোনও প্রয়োজন ছাড়া শুধুমাত্র শখেই প্রতিদিন টাই পরেন। কিন্তু সম্প্রতি কয়েকজন গবেষক দাবি করেছেন,তা সে শখই হোক,আর পেশার কারণেই হোক— টাই পরা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়।

জার্মানির ‘ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার শেলসউইগ হোলস্টেন’-এর গবেষণায় উঠে এসেছে নিয়মিত টাই পরলে, হৃদরোগ বা গ্লুকোমার মতো ভয়াবহ রোগ শরীরে বাঁসা বাধতে পারে।

গবেষকরা বলছেন, নিয়মিত টাই পরলে মস্তিষ্কে রক্ত চলাচলের হার ৭.৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যা মস্তিষ্কের কর্মক্ষমতাকে অনেক কমিয়ে দেয়।

গবেষণায় দাবি করা হয়েছে, টাই শক্ত করে পরলে চোখের উপর চাপ পড়ে। যার ফলে গ্লুকোমা পর্যন্ত হতে পারে।

সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা ধূমপান করেন ও বয়স ৬০-এর উপরে, তাঁরা যদি টাই আঁটোসাঁটো করে পরেন, তাঁরা হৃদরোগের শিকারও হতে পারেন।

যদিও গবেষকরা বলছেন, টাই ঢিলে করে পরলে এত সমস্যা দেখা যায় না। সেই কারণে টাই পরার সময় অবশ্যই সতর্ক থাকা উচিত।

বন্ধ করুন