Lip care in winter easy remedies to solve the issues: শীতে ত্বক ফেটে যাওয়ার পাশাপাশি ঠোঁটও রুক্ষ শুষ্ক হয়ে যায়। কখনও কখনও ঠোঁট ফেটে রক্তও পড়ে। সহজ কয়েকটি উপায়ে ঠোঁট সুন্দর রাখা যায়।
1/6শীতে হাতের ত্বক, পায়ের গোড়ালি ও ঠোঁট ফাটবেই। শীত পড়তেই তাই এই অঙ্গগুলির বাড়তি যত্ন শুরু হয়ে যায়। তবে শীতে ঠোঁট রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়ার কারণ হল বাতাসের শুষ্কভাব। এই সমস্যা এড়াতে অনেকে নানা ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করেন। তবে এগুলির পাশাপাশি কিছু ঘরোয়া উপায়েও কিন্তু ঠোঁট ফেটে যাওয়ার সমাধান করা যায়। (Freepik )
2/6ঠোঁট ফেটে অনেকসময় রক্তও পড়ে। তেমন ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। চিকিৎসকদের কথায়, শীতে জল খাওয়া কমে যায় বলে এই সমস্যা আরও বাড়ে। রোজ নিয়ম করে সাত থেকে আট গ্লাস জল খান। এতে শরীরে জলের ভারসাম্য ঠিক থাকে। এর ফলে ঠোঁট সহজে ফাটে না। (Freepik )
3/6রোজ ঘুমোনোর আগে ঠোঁটে লিপ বাম লাগানো উচিত। এটি ঠোঁটের জলীয় অংশ উবে যেতে দেয় না। তবে সবসময় অ্যালকোহল মু্ক্ত লিপ বামই ব্যবহার করা উচিত। কেনার আগে সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। এছাড়াও, উপাদানের মধ্যে পেট্রোলিয়াম জেলি, এসেনশিয়াল তেল ও গ্লিসারিন থাকলে তা আরও ভালো কাজ দেয়। (Freepik )
4/6ঠোঁট ফাটলে ঘন-ঘন ঠোঁট চাটার প্রবণতা বেড়ে যায়। এমন কাজ না করাই ভালো। আমাদের লালায় এক ধরনের উৎসেচক থাকে। এটি ঠোঁটের শুষ্কতা আরও বাড়িয়ে দেয়। তাই ঠোঁট ফাটলে ব্যথা কমাতে একেবারেই ঠোঁট চাটবেন না। (Freepik )
5/6শীতকালে সানস্ক্রিন মাখুন ঠোঁটেও। শুনতে অবাক লাগছে? তবে এটা সত্যিই খুব উপকারী। এটি ত্বককে শুষ্ক হতে দেয় না। এর ফলে সহজে ঠোঁট ফাটে না। তবে হ্যাঁ, বারবার ঠোঁট চাটার অভ্যেস থাকলে সাবধান হওয়া ভালো। কারণ এটি পেটে গেলে পেট খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। (Freepik )
6/6শীতে নিয়মিত ঠোঁট স্ক্রাব করা উচিত। এতে ঠোঁটের উপরে থাকা মরা কোষগুলি সহজে সরে যায়। এর ফলে ঠোঁট সুন্দর ও মসৃণ থাকে। (Freepik )